বাংলাদেশকে ম্যাচে ফেরালেন নাসুম-মেহেদী

ওপেনিংয়ে ৬৪ রানের জুটি। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে দুই দলের প্রস্তুতি ম্যাচে এর চেয়ে ভালো শুরু চাইতে পারত না শ্রীলঙ্কা। তবে এরপর ঘটে ভিন্ন কিছু। ওই রানে ওপেনার কুশল পেরেরা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

পেরেরার বিদায় কিছুটা ছন্দ পতন ঘটে শ্রীলঙ্কার। এরপর ৬৮ রানের মধ্যে লঙ্কানদের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তিন উইকেট নিয়েছেন দুই স্পিনার তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান। বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম।

ওপেনিংয়ে ৬৪ রানের জুটির পর দ্বিতীয় উইকেটেও দাঁড়িয়ে গিয়েছিলেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। মেন্ডিসকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান নাসুম। ২৪ বলে ৬ চারে ৩৪ রান করেছেন মেন্ডিস। এরপর সাদিরা সামারাবিক্রমা ও নিশাঙ্কাকে শিকারে পরিণত করেন শেখ মেহেদী।

ব্যক্তিগত ২ রানে সামারাবিক্রমা নাজমুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। আরেক প্রান্তে রানের গতি সচল রেখেছিলেন নিশাঙ্কা। তাকেও ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়েছেন শেখ মেহেদী। ৬৪ বলে ৬৮ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন নিশাঙ্কা। তার ইনিংসে ৮ চার ও এক ছক্কা।

দুই স্পিনার উইকেট এনে দিলেও এখন পর্যন্ত হতাশ করেছেন পেসাররা। বিশেষ করে হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। এখন পর্যন্ত লাইন-লেংথে দুজনকেই কিছুটা এলেমেলো মনে হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৬০ রান।

LEAVE A REPLY