সোনায় মোড়ানো ক্যারিয়ারে বিরাট কোহলিও খারাপ সময় দেখেছেন। একটা সময় তো তিন সংস্করণের অধিনায়কত্বও হারিয়েছেন। প্রথমে টি-টোয়েন্টি তারপর ওয়ানডে ও সর্বশেষ টেস্ট অধিনায়কত্বের অবসান ঘটে কোহলির। সেসব নিয়ে অবশ্য নানা বিতর্ক আছে।
অধিনায়কত্ব ছাড়ার এই সময়টাতে ব্যাটও খুব একটা কোহলির হয়ে কোহলিসুলভ কথা বলেনি। একটা সময় সেঞ্চুরিকে রোজকার কাজের মতো বানিয়ে ফেলা কোহলি লম্বা সময় দেখা পাননি তিন অঙ্কের ম্যাজিক ফিগারের। যে খরা কাটে ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দাপুটে এক সেঞ্চুরিতে।
এই খারাপ সময়টা কোহলিকে অনেক কিছুই বুঝতে শিখিয়েছে।
ঘরের মাঠে বিশ্বকাপ সামনে রেখে আইসিসির মুখোমুখি হয়ে তিনি নিজেই জানিয়েছেন এই কথা, ‘ওই দেড়-দুই বছর আমাকে অনেক কিছুই শিক্ষা দিয়েছে। আগ্রাসী উদযাপনের দিনগুলো এখন অতীত। অনেক উপদেশ-পরামর্শ আমার কাছে এসেছে। মানুষজন বলাবলি করেছে আমার এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে।
‘
কোহলির মতো ইষ্পাত কঠিন মানসিকতাও এই কঠিন সময়ে হতাশার চাদরে মুষড়ে পড়েছিল। ব্যাটিংয়ে নিজের সেরা সময়ের ভিডিও গুলো খুঁজে খুঁজে দেখেছেন। কিন্তু নিজের কাছে কোনো উত্তর পাননি, ‘আমার সেরা সময়ের যেসব ভিডিও আমার কাছে ছিল, সেগুলো দেখেছি। একই রকম প্রাথমিক নড়াচড়া, বলের দিকে একইরকম অভিগমন এবং শুধু এটাই মাথার ভেতরে ঘুরফাক খেত। কিন্তু এটা আমি কাউকে বোঝাতে পারিনি।