সেন্সর বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিশাল

তামিল অভিনেতা বিশাল

তামিল অভিনেতা-প্রযোজক বিশাল কৃষ্ণা রেড্ডি দুর্নীতির অভিযোগ তুলেছেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) মুম্বাই অফিসের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, অফিসটি প্রত্যয়নের জন্য ঘুষ নিয়েছে তার কাছ থেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ভিডিও পোস্ট করে অভিনেতা দাবি করেন, তার অভিনীত তামিল চলচ্চিত্র ‘মার্ক অ্যান্টনি’র হিন্দি সংস্করণের ছাড়পত্র আদায় করতে তাকে সেন্সর বোর্ডকে ছয় লাখ ৫০ হাজার রুপি দিতে হয়েছে। 

ভিডিওতে বিশাল বলেন, ‘সিনেমাটি জমা দিতে দেরি করে ফেলেছি―এমনটা জানিয়ে সিনেমার ছাড়পত্র পেতে ছয় লাখ ৫০ হাজার রুপি দাবি করেন সেন্সর বোর্ডের এক নারী কর্মকর্তা।

যেহেতু আমার সিনেমার মুক্তির তারিখ ঠিক হয়ে গিয়েছিল, তাই টাকাটা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমাকে তিন লাখ দিতে হয়েছে স্ক্রিনিংয়ের জন্য আর সাড়ে তিন লাখ দিতে হয়েছে সার্টিফিকেট পাওয়ার জন্য।’

1

এই দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিশাল বলেন, ‘আমার ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা কখনো হয়নি। আমি এ ঘটনায় দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির।

আমি চাই না ভবিষ্যতে আর কোনো প্রযোজকের সঙ্গে এমন হোক। এটা উচিত নয়। আমি কেবল জানতে চাই, আমার কষ্টার্জিত অর্থ দুর্নীতির নামে কোথায় যাচ্ছে! আমার কাছে এই সমস্ত লেনদেনের প্রমাণ রয়েছে।’ 

বিশাল জানান, তিনি শিগগিরই তার অভিযোগের প্রমাণস্বরূপ একটি ভয়েস নোট প্রকাশ্যে আনবেন।

এদিকে বিশালের ওই ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বলেছে, ‘অভিনেতা বিশাল সিবিএফসিতে যে দুর্নীতির অভিযোগ এনেছেন তা অনভিপ্রেত। সরকার কঠোরভাবে দুর্নীতি দমনে বদ্ধপরিকর এবং কেউ দোষী সাবস্ত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের জন্য মুম্বাইয়ে নিযুক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY