বিশ্বকাপে আছেন আতহার, নেই ওয়াসিম আকরাম

৫ অক্টোবর পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। ৪৯ দিনে ৪৮ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে ১৯ নভেম্বর। মেগা এই টুর্নামেন্টকে টেলিভিশন দর্শকদের কাছে আকর্ষণীয় করতে ধারাভাষ্য কক্ষে তারার মেলা বাসাচ্ছে আইসিসি। ক্রিকেট মাঠের পরিস্থিতি বর্ণনার দায়িত্ব পেয়েছেন তারকা ধারাভষ্যকাররা।

বিশ্বকাপের ৩৪ সদস্যের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন আতহার আলী খান। তবে এই তালিকায় জায়গা হয়নি পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের।

এমনকি ব্রডকাস্ট চ্যানেলগুলোর সঙ্গে চুক্তি করার সুবাদে হার্শা ভোগলে, কাস নাইডু, মার্ক নিকোলাস, নাটালি জার্মানোস, মার্ক হাওয়ার্ড ও ইয়ান ওয়ার্ড বিশ্বকাপ ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকলেও ওয়াসিম কেন নেই, এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

বিশ্বপকাপের ধারাভাষ্য প্যানেল
ইয়ান মরগ্যান, রিকি পন্টিং, শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, শন পলক, আনজুম চোপড়া, মাইক আথারটন, আতহার আলী খান, সাইমন ডুল, পুমেলেলো এমবাংওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, কেটি মার্টিন, দীনেশ কার্তিক, ডার্ক ন্যানিস, স্যামুয়েল বদ্রি, রাসেল আরনল্ড, হার্শা ভোগলে, কাস নাইডু, মার্ক নিকোলাস, নাটালি জার্মানোস, মার্ক হাওয়ার্ড ও ইয়ান ওয়ার্ড।

LEAVE A REPLY