জিতেই আন্তর্জাতিক অভিষেক রাঙাতে চায় কিংস

ঘরোয়া ফুটবলের পর এবার কিংস অ্যারেনায় আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের। আগামীকাল এএফসি কাপে ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মাইলফলকে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক পথচলাটা জয় দিয়ে রাঙাতে চায় কিংস।

গতকাল সংবাদ সম্মেলনে কোচ অস্কার ব্রুজোন বলেছেন,’আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।

কিন্তু ম্যাচটা কঠিন হবে। ওড়িশা নতুন একটা ক্লাব, আমাদের মতোই। শেষ মৌসুমে তারা সুপার কাপ জিতেছে, চলতি মৌসুমটাও ভালোভাবে শুরু করেছে তারা। শীর্ষ মানের কোচ আছে তাদের।

গুরুত্বপূর্ণ জায়গায় তাদের মূল খেলোয়াড়রা আছে।’

এবারের এএফসি কাপে শুরুটা ভালো হয়নি কিংসের। মালদ্বীপের মাজিয়ার কাছে হেরেছে চ্যাম্পিয়নরা। আগামীকালকের ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা কিংস কোচের,’আমাদের সামনে আর কোনো অজুহাত নেই।

বসুন্ধরা কিংস ফিরে এসেছে। এখন আমার মনে হচ্ছে সর্বোচ্চটা দেওয়ার মতো অবস্থানে চলে এসেছি আমরা। আমাদের সামনে কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে।’ সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচ। দেখা যাবে নিউজ টুয়েন্টির ফোর ও টি স্পোর্টস ইউটিউবে।

LEAVE A REPLY