কসোভোয় সেনা পাঠাচ্ছে ন্যাটো

(FILES) A bust of Alfred Nobel is pictured outside Bjoerkborn Manor, where Nobel lived during the summer periods of the last years of his life, in Karlskoga, Sweden, on September 16, 2021. On Monday, October 2, 2023, a week of announcements of the Nobel Prize will kick off. The awards, first handed out in 1901, were created by Swedish inventor and philanthropist Alfred Nobel in his 1895 will to celebrate those who have "conferred the greatest benefit on mankind." (Photo by Jonathan NACKSTRAND / AFP)

সম্প্রতি সার্বিয়ান অধ্যুষিত অঞ্চল কসোভোর একটি পুলিশ স্টেশনে বোমা হামলায় এক পুলিশ অফিসার মারা যান এবং তিনজন সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু হয়। ২৪ সেপ্টেম্বর এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা অনেকটা বেড়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে সেনা মোতায়েন করেছে সার্বিয়া। পালটা পদক্ষেপ হিসাবে কসোভো সীমান্তে রোববার আরও ৬০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ন্যাটো। মাসকয়েক আগে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করেও প্রবল উত্তেজনা দেখা দেয় কসোভোয়। আলজাজিরা।

ন্যাটো সেনা সদস্যদের ওপর হামলাও হয়েছিল। সে সময়েও বেশ কিছু রিজার্ভ ফোর্স কসোভোয় পাঠিয়েছিল ন্যাটো। এবার আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সার্বিয়ার প্রেসিডেন্ট অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চলছে বলে পালটা অভিযোগ করেছেন তিনি। 

তবে সার্বিয়া-কসোভো সীমান্তে যে উত্তেজনা আছে, প্রত্যক্ষদর্শীরা সবাই তা বলছেন। বস্তুত, সার্বিয়া এখনো কসোভোকে স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে নেয় না।

LEAVE A REPLY