মিরাজের মধ্যে কী একটা যেন আছে : হাবিবুল বাশার

টপ থেকে মিডল অর্ডার―যেখানে নামছেন, রান করছেন মেহেদী হাসান মিরাজ। এশিয়া কাপে ইনিংস সূচনায় নেমে সেঞ্চুরি করেছিলেন এই অলরাউন্ডার। সেটি ছিল লাহোরের ব্যাটিং স্বর্গে, আফগানিস্তানের স্পিননির্ভর বোলিং আক্রমণের বিপক্ষে। কিন্তু গুয়াহাটিতে দ্বিতীয় গা গরমের ম্যাচে চার নম্বরে নেমে ফিফটি করেছেন মিরাজ।

প্রতিপক্ষ ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন বলেই শুধু নয়, ইংলিশ গতিময় বোলিংয়ের সামনে বাংলাদেশি ব্যাটারদের দক্ষতায় নজর ছিল সবার। সেই পরীক্ষায় মিরাজ বিপুল নম্বর পেয়েছেন জাতীয় নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশারের কাছে, ‘ও (মিরাজ) পারে। ওর মধ্যে কিছু একটা আছে।

যা আছে, তার কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা নেই হাবিবুল বাশারের কাছে, ‘স্পিন উইকেটে খেলান (মিরাজকে), এক ম্যাচে রান না পেলেও দ্বিতীয়টায় ঠিক রান করে দেবে। ওর বোলিংটা ধরেন না, যা হোক ও ভালো বোলিং করে। এই যে (গুয়াহাটি স্টেডিয়ামের) ফ্ল্যাট উইকেট, পেস বোলিং ট্র্যাক―ও কিন্তু ঠিক বের হয়ে গেছে। পারবে কি পারবে না এটা নিয়ে সংশয় না থাকা ভালো।

কারণ অনেক সময় আন্তর্জাতিক পর্যায়ে স্কিল, টেকনিক ছাপিয়ে যায়―আপনি খেলোয়াড় কেমন, সেই বিষয়টি। অবশ্যই স্কিল গুরুত্বপূর্ণ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এর বাইরে কিছু একটা লাগে। মিরাজের মধ্যে ওটা আছে।’

LEAVE A REPLY