সাকিব-মুশফিকদের সমালোচনায় ভারতের সাবেক ক্রিকেটার

অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে ভারত বিশ্বকাপের দল গড়েছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে মুশফিকুর রহিমের এটি পঞ্চম বিশ্বকাপ। মাহমুদ উল্লাহ রিয়াদের চতুর্থ। অনেকের এবার দ্বিতীয় বিশ্বকাপ, অনেকের প্রথমবার।

এই দলের নতুনদের এখনই বিচারের মাপকাঠিতে ফেলতে চান না ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া, তবে সমালোচনা করতে ছাড়েননি অভিজ্ঞদের।

দীর্ঘ ক্যারিয়ার হলেও সাকিব, মুশফিক, মাহমুদ উল্লাহ, লিটনদের গড় ওয়ানডের সঙ্গে মানানসই নয়। অভিজ্ঞদের সবাই ৪০-এর নিচে ব্যাটিং গড় নিয়ে বিশ্বকাপে গেছেন। তাদের এমন গড়ে হতাশ আকাশ।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, লিটনের ৭৭ ম্যাচে গড় ৩১ (৩১.৭)। তানজিদকে নিয়ে কথা বলব না, সে এখনো বাচ্চা। সাকিবের ৩৭ (৩৭.৪)। মুশফিক ২৫৬ ম্যাচ খেলে ৩৬ (৩৬.৮) গড়।

হৃদয় ভালো খেলছে, তবে তাকেও এখনো বিবেচনা করব না। নাজমুল শান্তকেও এখনো বিবেচনা করার দরকার নেই। মাহমুদ উল্লাহ ২২১ ম্যাচ খেলার পর ৩৫ (৩৫.৩)। মিরাজ অলরাউন্ডার, ওর কথা বলা দরকার নেই। এদের কারো ৪০ অতিক্রম করেনি।

আর এত ম্যাচ খেলার পর যখন ৪০ অতিক্রম না করে তাহলে বুঝতে হবে ঠিক হচ্ছে না এটা।

এমন গড়ে দীর্ঘদিন জাতীয় দলের জায়গা ধরে রাখা ভবিষ্যতের জন্য ভালো বার্তা দেয় না বলে মনে করেন আকাশ, ‘এদের নিয়ে যেহেতু জিততে পারছে না ওরা, তাহলে অন্য কাউকে নিয়ে হয়তো জিতবে। কেননা আপনি যখন ৩১, ৩২ কিংবা ৩৪ যাদের গড়, তাদের যখন আপনি বছরের পর বছর খেলিয়ে যাবেন, তখন নতুন কেউ এসে ৩০ গড়ে ব্যাট করলে সেটাকে ঠিকই মনে হবে। এভাবে পরের ক্রিকেটাররা উঠতে পারবে না।’

LEAVE A REPLY