ইংল্যান্ডের বিপক্ষে সাউদিকেও পাচ্ছে না নিউজিল্যান্ড

আগেই জানা গিয়েছিল বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ খেলতে পারবেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার সঙ্গে অভিজ্ঞ পেস বোলার টিম সাউদিকেও ইংল্যান্ডের বিপক্ষে পাচ্ছে না কিউইরা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় রিকভারির মধ্যেই থাকতে হচ্ছে তাকে। আজ সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম।

গত মাসে ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে হাতের আঙ্গুলে চোট পান সাউদি। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে, আঙ্গুলে চিড় ধরেছে। এরপর করাতে হয় অস্ত্রোপচার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাই উঠে আসে টিম সাউদির চোটের বিষয়।

এ ব্যাপারে লাথাম বলেছেন,’কেইন (উইলিয়ামসন) ও টিম (সাউদি) এই ম্যাচে নেই। সাউদিকে বিবেচনায় রাখা হয়নি। সুন্দরভাবে সে রিকভারি করছে। দিন দিন সে উন্নতি করছে।

গত শনিবার নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দেন সাউদি। তবে বিশ্বকাপের দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি তাঁর। আজ প্রথমবার দলের সঙ্গে অনুশীলনে নামলেও অস্বস্তিবোধ করেন সাউদি। তাই দলের দুই অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়াই প্রথম ম্যাচ খেলতে নামতে হচ্ছে নিউজিল্যান্ডকে।

LEAVE A REPLY