টিকিট না চাইতে বন্ধুদের ‘অনুরোধ’ কোহলির

ঘরের মাঠে বিশ্বকাপ। স্বভাবতই মাঠে বসে নিজ দলের খেলা উপভোগ করতে চাইবেন ভারতের সমর্থকরা। শুধু সমর্থকরাই নয়, বিশ্বকাপে খেলতে যাওয়া ক্রিকেটারদের আত্মীয় বা বন্ধুরাও টিকিট চেয়ে খেলোয়াড়দের কাছে আবদার করে বসেন। এমনটাই হয়েছে ভারতের সেরা তারকা বিরাট কোহলির সঙ্গে।

৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। শুধু এই ম্যাচ নয়, ভারতের সবগুলো ম্যাচেরই টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে টিকিট বিক্রি শুরুর হওয়ার পরেই ভারতের সব ম্যাচের টিকিট নিমিষেই শেষ হয়ে যায়। এমন অবস্থায় পরিচিত ক্রিকেটারদের কাছ থেকে টিকিট চেয়ে আবদার করছেন অনেকে।

তাই বিরাট কোহলি বন্ধুদের অনুরোধ করে জানিয়েছেন তার কাছে যেন টিকিট চাওয়া না হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে কোহলি লিখেছেন,‘বিশ্বকাপ শুরু হতে চলেছে। আমার সব বন্ধুদের কাছে অনুরোধ, বিশ্বকাপের সময় টিকিট না চাওয়ার অনুরোধ করছি। বাড়িতে বসে খেলা উপভোগ করো।

LEAVE A REPLY