দেশের মানুষ এবার আমাদের কাছে বেশি কিছু প্রত্যাশা করছে : সাকিব

২৭ অক্টোবর বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে দেশে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করেনি বাংলাদেশ দল। গুয়াহাটিতে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেললেও সেখানে নিজেদের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি দলসংশ্লিষ্ট কেউ। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে আজ আহমেদাবাদে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে ‘ক্যাপ্টেন্স মিট’ আয়োজন করে আইসিসি। সেখানে এবার নিজেদের বিশ্বকাপ ভাবনা এবং লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

নিজেদের সপ্তম বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ এবার আগের ছয় পর্বের সাফল্য ছাড়িয়ে যেতে চায় বলে মন্তব্য করেন সাকিব, ‘আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি ২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৪ বছরের কথা বলি, খুব সম্ভবত আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম (তৃতীয়)। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো।

আমার মনে হয়, আমাদের দল প্রস্তুত এবং আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে।’

বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করা সাকিব এবার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে গেছেন। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। আট ম্যাচ খেলা সাকিব করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন পাঁচটি হাফসেঞ্চুরিও।

এবার বিশ্বকাপে এই অলরাউন্ডারের ওপর দল এবং সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। সেটাতে বাড়তি চাপ অনুভব করছেন কি সাকিব?

এমন প্রশ্নের সাকিবের উত্তর, ‘না, একেবারেই না। আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনোই পরিসংখ্যান দেখিনি। আমি সব সময় দলের জন্য অবদান রেখেছি।

আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’

LEAVE A REPLY