আসামে বাল্যবিবাহের অভিযোগে গ্রেপ্তার আট শর বেশি

ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসামে বাল্যবিবাহের বিরুদ্ধে চলতি অভিযানের দ্বিতীয় ধাপে গতকাল মঙ্গলবার আট শর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপিশাসিত সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই তথ্য জানিয়েছেন। চলতি বছর এই অভিযোগে ব্যাপক হারে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) হিমন্ত বিশ্বশর্মা জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে বিশেষ অভিযানে আসামের পুলিশ আট শর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।

গতকাল ভোর থেকে এ অভিযান শুরু হয়।

এর আগে এ ধরনের অভিযান পরিচালিত হয় আসামের চরাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোতে। তখন এই সূত্রে মুসলিম বিয়ে পড়ানোর কাজে যুক্ত কাজিদেরও গ্রেপ্তার করা হয়েছিল। এখন পর্যন্ত নগাঁও, হোজাই, ধুবড়ি, বাকসা, বারপেটা জেলা থেকে সর্বাধিক গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে শুধু বাকসা জেলাতেই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। 

সূত্র : দ্য টেলিগ্রাফ

LEAVE A REPLY