ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মালদ্বীপ প্রেসিডেন্টের

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী মোহাম্মদ মুইজু। ছবি : সংগৃহীত

মালদ্বীপের সদ্যোবিজয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু বলেছেন, দেশ থেকে সব ভারতীয় সেনাদের ফিরে যেতে হবে। চীনপন্থী হিসেবে পরিচিত এই নেতা মঙ্গলবার বলেন, ‘আমাদের দেশের মাটি থেকে সব বিদেশি সেনাকে আমারা ফেরত পাঠাব।’ তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল- ভারতীয় সেনাদের দেশ থেকে সরাবেন। তিনি জানান, সাধারণ মানুষ তাদের জানিয়েছেন, তারা চান না বিদেশি সেনারা এখানে থাকুক।

গত শনিবার দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে জয়ী হন প্রগ্রেসিভ পিপলস পার্টির (পিপিএম) নেতা মুইজু। পাঁচ বছর ক্ষমতাসীন থাকার পর গত সপ্তাহে বিদায়ি প্রেসিডেন্ট মোহাম্মদ সোলি মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। ভারত মহাসাগরের ওই দ্বীপরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং শিল্পক্ষেত্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ভারতীয় সেনারা। মুইজু সাধারণত চীনের পক্ষে কাজ করা ব্যক্তি বলেই পরিচিত।

তিনি নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান।

বিদায়ি প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে মুইজু অভিযোগ করেছিলেন, কোনো কিছু যাচাই না করেই ভারতীয় সেনাদের মালদ্বীপে আসার অনুমতি দিয়েছিলেন তিনি। ভারতকে সীমাহীন সুবিধা দিয়েছেন বলেও জানান।

মুইজু বলেছেন, ভারতীয় সেনাদের অবস্থানের কারণে দ্বীপরাষ্ট্রটির সার্বভৌমত্ব হুমকিতে পড়েছে। দলটি বছরের পর বছর ধরে ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা চালিয়ে আসছিল। অন্যদিকে সোলিহর দাবি ছিল, মালদ্বীপে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি শুধু দুই সরকারের মধ্যকার চুক্তির অধীনে একটি ডকইয়ার্ড নির্মাণ করার জন্য এবং এতে তার দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঝুঁকি নেই।

মুইজুর বিজয়ে অবশ্য ভারত ও চীন উভয়ই শুভেচ্ছা জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, মালদ্বীপের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।

 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছেন, ভারত আর মালদ্বীপের মধ্যে সম্পর্ককে শক্তপোক্ত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। 

উল্লেখ্য, ১৯৮৮ সালে মালদ্বীপে বিদেশি ভাড়াটে যোদ্ধাদের সাহায্যে তৎকালীন প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের সরকারকে উৎখাতের চেষ্টা হয়েছিল। সে সময় ভারতীয় সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

সূত্র : আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY