ভারত-পাকিস্তান মহারণ নিয়ে রোমাঞ্চিত কামিন্সও

রাজনৈতিক বৈরিতায় দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ একপ্রকার হারিয়েই গেছে। ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার একমাত্র মাধ্যম এখন বৈশ্বিক টুর্নামেন্ট। আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যখন ২৪ ঘণ্টারও কম সময় বাকি, তখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে আলোচনা তুঙ্গে। 

বিশ্বকাপ শুরুর আগের দিন আজ ‘ক্যাপ্টেনস ডে’র অনেকটা অংশ জুড়ে ছিল ভারত-পাকিস্তান মহারণ।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক রবি শাস্ত্রী অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের কাছে নিরপেক্ষ দর্শক হিসেবে দুই দলের লড়াই নিয়ে জানতে চান। বেশ মনখোলা উত্তরই দিয়েছেন কামিন্স। 

কামিন্সের কাছে ভারত-পাকিস্তান ম্যাচ মানে অন্য রকম মুহূর্তের সাক্ষী হওয়া, ‘আমার মনে হয় না, এমন খুব বেশি টুর্নামেন্ট আছে, যেখানে অর্ধেক বিশ্ব খেলা দেখার অপেক্ষায় থাকে। আর তা যদি হয় বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, তাহলে তো কথাই নেই।

এটা মনে হয় সেই মুহূর্ত, যেটা খুব কমই আসে জীবনে। আপনি নিজে যদি এই খেলার সঙ্গে যুক্ত নাও থাকেন, তবু আপনার মনে হবে খেলাটা দেখি, ধারাভাষ্য শুনি এবং খেলাটাকে ঘিরে অন্য রকম একটা আবেগ তৈরি হয়।’ 

এ সময় শাস্ত্রী কামিন্সকে গত দুটি ভারত-পাকিস্তান মহারণে গ্যালারিতে দর্শকের গগনবিদারী কলরবের কথা স্মরণ করিয়ে দেন। অস্ট্রেলিয়ান অধিনায়কের চাওয়া, এই বিশ্বকাপের ম্যাচটিও যেন তেমনই হয়।

এক লাখের ওপরে দর্শক হওয়ার আশা কামিন্সের। আগামী ১৪ অক্টোবর দুই দলের ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা এক লাখ ৩২ হাজার। সেদিন দর্শকের কোরাস কোন উচ্চতা ছোঁয়, সেটা দেখতে অবশ্য অপেক্ষা কর‍তে হচ্ছে।

LEAVE A REPLY