তিন মহাদেশের ছয় দেশে ২০৩০ বিশ্বকাপ

কখনো একটি আবার কখনো বা প্রতিবেশী দুই দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করে। ২০২৬ বিশ্বকাপই যেমন প্রতিবেশী তিন দেশ মিলে আয়োজন করছে। কিন্তু ২০৩০ ফুটবল বিশ্বকাপকে ঘিরে যে চোখ কপালে তোলা এক সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তিন মহাদেশের ছয়টি দেশে আয়োজনের কথা জানিয়েছে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

ইউরোপের পর্তুগাল ও স্পেন, এ দুই দেশের খুব কাছে আফ্রিকা মহাদেশের মরক্কো আর দক্ষিণ আমেরিকার তিন প্রতিবেশী দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের নাম ঘোষণা করেছে ফিফা।

মূলত আয়োজক হিসেবে থাকবে পর্তুগাল, স্পেন ও মরক্কো। কিন্তু ২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি হতে যাচ্ছে।

যে কারণে প্রথম বিশ্বকাপের আয়োজক দেশ উরুগুয়েতে হবে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ। এর পরের ম্যাচ দুটি হবে যথাক্রমে আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। আর বাকি সব ম্যাচ হবে পর্তুগাল, স্পেন ও মরক্কোতে।

LEAVE A REPLY