বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে আজ আহমেদাবাদে ‘ক্যাপ্টেন মিট’ অনুষ্ঠানে অংশ নেন অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক। সেই মঞ্চে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা ছিলেন একটি চেয়ারে বসে। সেই চেয়ারে বসে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন, এমন এক ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। সেই ছবিকে ক্যামেরার অ্যাঙ্গেলের ভুল বলেছেন বাভুমা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে ইংল্যান্ড সমর্থকগোষ্ঠী বার্মি আর্মি লিখেছে, ‘তেম্বা বাভুমা ঘুমিয়ে পড়েছে, বিশ্বকাপের অধিনায়ক সম্মেলনে।’
সেই পোস্টের কমেন্টে উত্তর দিয়েছেন বাভুমা। তিনি লিখেছেন, ‘আমি ক্যামেরা অ্যাঙ্গেলকে দোষ দিচ্ছি, আমি ঘুমাইনি।’
আজ এই অনুষ্ঠানের মঞ্চে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও ছবি তোলা পর্ব শেষ করেছেন ১০ দলের অধিনায়ক।
এখন অপেক্ষা আগামীকালের জন্য। বৃহস্পতিবার আহমেদাবাদে বাংলাদেশ সময় দুপুর ২.৩০টায় গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের ১৩তম আসরের।