বিশ্বকাপ জিততে ভাগ্যও লাগে

কপিল দেব

আমার মনে হয়, আমরা যদি সেরা চারে যেতে পারি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর যেটা হবে, ভাগ্য এবং অন্য সব কিছুর সহায়তা লাগবে। এই মুহূর্তে বলতে পারছি না যে ভারতই ফেভারিট। অবশ্যই আমাদের দল অনেক ভালো।

হৃদয় এক রকম বলছে; কিন্তু মাথা বলছে, না, আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আমি অন্য দল সম্পর্কে জানি না। কিন্তু আমাদের দলের আদ্যোপান্ত জানি। কোনো দল সম্পর্কে পুরোপুরি না জেনে খালি মাথায় উত্তর দেওয়া, এটা অন্যায় হবে।

শুধু ভারতকে নিয়ে বললে আমি জানি তারা তৈরি এবং তাদের শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। তবে ওদের ধৈর্য ধরা উচিত এবং খেলাটা উপভোগ করা উচিত। বোলিংয়ে আমি মোহাম্মদ সিরাজ এবং ব্যাটিংয়ে শুভমান গিলের দিকে তাকিয়ে থাকব। এটা খুবই দারুণ যে বিশ্বকাপের আগে সিরাজকে ফর্মের সেরা অবস্থায় দেখা।

আমি খুবই খুশি এখনকার সময়ে বিশ্বের যেকোনো প্রান্তে আমাদের পেসাররা ১০ উইকেট নিতে পারছে। এটা সহজ কাজ নয়। একটা সময় ছিল যখন আমরা শুধু স্পিনারদের দিকে তাকিয়ে থাকতাম। এই ব্যাপারটা এখন আর নেই। এ জন্যই দলের শক্তিমত্তার ব্যাপারটা অন্য পর্যায়ে চলে গেছে।

গিলের কথা বলছিলাম। দুর্দান্ত এক তরুণ ব্যাটার। ওর ব্যাটিং দৃষ্টিসুখকর। সে ভারতীয় দলের ভবিষ্যৎ। আমার গর্ব হয় যে এই মানের ক্রিকেটার ভারতে আছে। হ্যাঁ, দল বাছাই নিয়ে কিছু কথা আমার কানেও এসেছে। বিশেষ করে শিখর ধাওয়ানের মতো সিনিয়রদের রাখা যেত কি না। তবে আমার মনে হয় যারা এই মুহূর্তে দলে নেই তাদের নিয়ে বাইরের মতামত শোনার কোনো মানে হয় না। সবারই আলাদা আলাদা বক্তব্য থাকতে পারে। কিন্তু আমার মনে হয় নির্বাচকরা আমাদের চেয়ে ভালো বোঝেন। কারণ তাঁরা দল নির্বাচনের আগে মাথা খাটিয়েছেন এবং সেরা দলটাই বেছে নিয়েছেন। নির্বাচকরা তাঁদের দায়িত্ব পালন করেছেন। তাঁদেরকে তাঁদের মতো কাজ করতে দেওয়া হোক। বাইরে থেকে আঙুল তোলা সহজ কাজ।

ব্যক্তিগতভাবে আমি রুদ্ধশ্বাস ম্যাচ দেখার ভক্ত। বড় দলগুলো সহজেই জিতে যাবে, এমন ম্যাচ আমি দেখতে চাই না। দর্শকরাও রোমাঞ্চকর খেলা দেখতেই পছন্দ করে।

বিশ্বকাপে দলগুলোকে চোট নিয়ে বেশ ভাবতে হবে। শুরুর আগেই অনেক দল গুরুত্বপূর্ণ ক্রিকেটার হারিয়ে ফেলেছে। যেকোনো দল যদি দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোটের কারণে না পায়, এটার চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে। এ জন্য বড় টুর্নামেন্টে ভাগ্যের ছোঁয়া দরকার।

♦ ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY