বৃষ্টি অব্যাহত থাকবে আগামীকালও, ৩ নম্বর সতর্কসংকেত

সংগৃহীত ছবি

দুই দিন ধরে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ুর সক্রিয়তাও বেড়েছে। ফলে আজ বৃহস্পতিবার সারা দিনই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি দেখা গেছে।

ভারি থেকে অতি ভারি বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল শুক্রবার দেশের কোনো কোনো অংশে কমতে পারে বৃষ্টি। সামগ্রিকভাবে পুরো দেশে শনিবার বৃষ্টি কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘এ রকম বৃষ্টি ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে আগামীকাল শুক্রবারও থাকতে পারে।

দেশের দক্ষিণ ও পশ্চিমাংশে আগামীকাল বৃষ্টি কমে যেতে পারে। সামগ্রিকভাবে শনিবার থেকে দেশে বৃষ্টিপাত কমে আসতে পারে, তবে সিলেট অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। লঘুচাপটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। কক্সবাজার ও দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।

বৃষ্টিপাত বাড়ার পেছনে লঘুচাপ ও মৌসুমি বায়ু ভূমিকা রাখছে উল্লেখ করে অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘লঘুচাপটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। লঘুচাপের কারণে মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়েছে।

ফলে বৃষ্টি বেড়েছে। এর প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে শুরু করে দেশের অনেক জায়গায় মুষলধারে বৃষ্টিও হচ্ছে।’

এদিকে সন্ধ্যায় ঢাকায় বৃষ্টি বাড়তে পারে জানিয়ে ওমর ফারুক বলেন, ‘বৃষ্টির অবস্থান বর্তমানে কিছুটা পূর্বের দিকে অর্থাৎ ঢাকার দিকে এগিয়ে আসছে। ফলে সন্ধ্যা ৬টা বা ৭টার দিকে ঢাকায় বৃষ্টি বাড়তে পারে।’

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছ, আজ সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফরিদপুরে ১২৭ মিলিমিটার। এ ছাড়া টাঙ্গাইলে ৯৩ মিলিমিটার, মানিকগঞ্জের আরিচাতে ৮৯ মিলিমিটার, সিরাজগঞ্জের তাড়াশে ৬০ মিলিমিটার এবং চট্টগ্রামের সন্দ্বীপে ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY