এশিয়া কাপ শেষে এক সাক্ষাৎকারে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের লাগাম টানার বার্তা দিয়েছিলেন চন্ডিকা হাতুরাসিংহে। যাঁরা বড় স্বপ্ন দেখছেন, তাঁদের ‘ঘুম থেকে জেগে ওঠার’ কথাও জানিয়েছিলেন বাংলাদেশ কোচ। তবে এই বিষয়ে আজ হাতুরাসিংহের সুর কিছুটা নরম দেখা গেছে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
ম্যাচের আগে আজ বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে হাতুরাসিংহে জানিয়েছেন, তাদের প্রথম লক্ষ্য সেমিফাইনালে খেলা। তাঁর কথা, ‘অবশ্যই আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। বাস্তবতার নিরিখে আপনি যেটা জিজ্ঞাসা করেছেন, আমরা যদি ৪-৫টা ম্যাচ জিতি, তাহলে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকব। এটাই আমাদের প্রথম লক্ষ্য।
আমার মনে হয়, আমাদের দলের সেই সামর্থ্য আছে। আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনালে খেলা।’
নিজের আগের কথারও ব্যাখা দিয়েছেন হাতুরাসিংহে। তাঁর কথা, ক্রিকেটারদের ওপর থেকে চাপ কমাতে আগের কথাটা বলেছিলেন তিনি।
তাহলে কী বাংলাদেশের জন্য বড় আশা আছে? এমন প্রশ্নে হাতুরাসিংহে বলেছেন, ‘লোকজন স্বপ্ন দেখতে পারে। সবাই স্বপ্ন দেখতে পারে, সবার লক্ষ্য আছে। আপনি যা বলেছেন এটা একই জিনিস। আমরা চেষ্টা করছি বিশ্বকাপে ভালো করার আর ম্যাচ জেতার। এটাই আমার জন্য লক্ষ্য।
একটু আগেই বললাম, আমাদের লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। এটা আমাদের জন্য স্বপ্ন বা লক্ষ্য হতে পারে। ব্যাপার না।’
স্বপ্নের পথে এগোনোর জন্য অবশ্য আফগানদের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার একটা ব্যাপার তো আছেই। এর সঙ্গে বাংলাদেশ যেকটি ম্যাচ জেতার ছক কষছে তার মধ্যে আফগানদের বিপক্ষে ম্যাচটি অন্যতম। আগামীকাল ম্যাচের একাদশ নিয়ে ভালোই আগ্রহ থাকবে সবার। যদিও এ নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানালেন হাতুরাসিংহে, ‘আমাদের হাতে অনেকগুলো সুযোগ আছে। আমরা আমাদের সম্ভাব্য সেরা কম্বিনেশনটা কাল সকালে নির্ধারণ করব। কাল সকালে দেখবেন কে কে আগে ব্যাটিং করছে। যদি আমরা আগে ব্যাটিং করি। যদি পরে ব্যাটিং করে, কালকেই দেখবেন কারা আগে ব্যাটিংয়ে যায়।’