নতুন প্রেমের গুঞ্জনে ব্র্যাডলি কুপার-গিগি হাদিদ

ব্র্যাডলি কুপার ও গিগি হাদিদ

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গিগি হাদিদ। তবে সেই সম্পর্কের ইতি হয়েছে মাস খানেক আগেই, এমনটাও শোনা গেছে। এরপর আরও দুই মডেলের সঙ্গে শিরোনামে উঠে এসেছে লিওনার্দোর নাম। তাই লিওর সাথে সম্পর্কের বিষয়টি অনেকটা মাটিচাপাই পরে গেছে হাদিদের।

তবে এবার ব্র্যাডলি কুপারের সঙ্গে ডিনার ডেটে দেখা গেল সুপারমডেল গিগিকে। দুজনকে একসঙ্গে দেখে অনেকটা অবাকই হয়েছেন উভয়ের অনুরাগীরা!  

সম্প্রতি একসঙ্গে দেখা গেছে গিগি-কুপারকে। তারা নিউ ইয়র্ক শহরে ভিয়া কারোটা রেস্তোরাঁয় গিয়েছিলেন। ডেইলি মেইলের সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ডিনার ডেটে গিয়েছিলেন তারা।

পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছেন তারা। এ সময় গিগি পরেছিলেন সাদা রঙের ক্রপড টপ। সাথে ওভারসাইজড কালো লেদার জ্যাকেট এবং মিনি স্কার্ট। ব্র্যাডলি কুপার পরেছিলেন নীল রঙের টিশার্ট।

তার উপরে সাদাকালো চেক শার্ট। সাথে জিন্স। মাথায় ক্যাপও ছিল।

অনলাইনে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে গিগি অন্যদিকে তাকিয়ে হাঁটছেন। তার সঙ্গে বডিগার্ড ছিল।

 এসময় ব্র্যাডলি কুপার তার সামনে ছিলেন এবং ফোন টিপছিলেন। এরপর একই গাড়িতে উঠে চলে যান তারা। 

1

চলতি বছরের শুরুর দিকেই গিগির সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। প্রায় এক বছরের মতো সম্পর্কের গুঞ্জন ছিল এই জুটির মধ্যে। তাদের সম্পর্ক এগিয়েছিল অনেকটাই। গিগির মায়ের সঙ্গে দেখাও করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে শেষ পর্যন্ত টিকেনি সেই সম্পর্ক। 

প্রাক্তন স্ত্রী ইরিনা শাইকের সাথে দাম্পত্য জীবনে একটি মেয়ে রয়েছে কুপারের। অন্যদিকে ব্রিটিশ গায়ক জায়ান মালিকের সঙ্গে গত বছর বিচ্ছেদ হয় গিগি হাদিদের। এই জুটির ছোট একটি কন্যা সন্তানও আছে। তার নাম খাই। এরপর আর প্রকাশ্যে সম্পর্কের ক্ষেত্রে কারও নাম উল্লেখ করেননি এই মডেল। লিওনার্দোর পরে কুপার, প্রায়ই ডেটিংয়ের কারণে শিরোনামে উঠে এলেও সম্পর্কের বিষয় নিয়ে কোন মন্তব্য করেননি গিগি।

সূত্র : ডেইলি মেইল ইউকে

LEAVE A REPLY