‘শুধরে যাও’, কঙ্গনার কড়া সতর্কবার্তা

কঙ্গনা রানাওয়াত

হঠাৎ করেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে বলিউড তারকারা। বর্তমানে মহাদেব অনলাইন বেটিং কেলেঙ্কারির তদন্ত করছে ইডি। আর সেই তদন্তে নাম উঠে এসেছে রণবীর কাপুর, সোনাক্ষী সিনহা, শ্রদ্ধা কাপুরসহ একাধিক বড়মাপের তারকার। প্রতিদিনই যুক্ত হচ্ছে একেকজনের নাম।

তদন্তের স্বার্থে তাদের ডাকা হচ্ছে ইডির দপ্তরে। সেই তদন্ত প্রসঙ্গেইিএবার বাকি তারকাদের হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বলিউডে ঠোঁটকাটা হিসেবে বরাবরই খ্যাতি রয়েছে কঙ্গনার। নিত্যনতুন ইস্যুতে নিজের আওয়াজ তোলেন এই অভিনেত্রী।

এবার হাতে পেলেন আরেকটি মোক্ষম অস্ত্র। মহাদেব অ্যাপ কেলেঙ্কারির কারণে ইডির নজরে আসা তারকাদের সম্পর্কে একটি সংবাদ নিবন্ধের স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা রানাওয়াত শনিবার ইনস্টাগ্রাম স্টোরিজে লিখেছেন, ‘এক বছরের ব্যবধানে এই প্রস্তাবটি আমার কাছে প্রায় ছয়বার এসেছিল, প্রতিবার তারা বেশ কয়েকটি অফার যোগ করেছে। আমাকে কেনার প্রস্তাবে কোটি কোটি টাকা প্রস্তাব দিয়েছে কিন্তু আমি প্রতিবারই না বলেছি। সততা আর বিবেকের বিষয় এটি।

এটা নতুন ভারত, শুধরে যাও নয়তো শুধরে দেওয়া হবে।’

1

সম্প্রতি দুর্নীতির তালিকায় একের পর এক নাম জড়াচ্ছে ভারতীয় অভিনেতাদের। এই মুহূর্তে মহাদেব অনলাইন বেটিং মামলা ঘিরে বেশ আলোচনা ভারতজুড়ে। আনুমানিক পাঁচ হাজার কোটি টাকার এই দুর্নীতির মামলায় ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে টাইগার শ্রফ, সানি লিওন, পুলকিত সম্রাটসহ একাধিক বলিউড তারকা ও ক্রীড়াবিদের নামও। সম্প্রতি সেই মামলার তদন্তে বলিউড তারকা রণবীর কাপুরকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

রণবীরের পর তদন্তে ডাক পড়েছে বলিউড তারকা হুমা কুরেশি, কপিল শর্মা, হিনা খানও শ্রদ্ধা কাপুরের।

জানা গেছে, বিনোদন শিল্পের বিশিষ্ট ব্যক্তিদের অ্যাপের প্রচার এবং সংস্থার সাথে তাদের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সেই সঙ্গে ক্রীড়া জগতের অনেক তারকাও ডাক পেয়েছেন ইডির। এই দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডির নজরে রয়েছেন একগুচ্ছ বলিউড অভিনেতা ও সংগীতশিল্পী। আতিফ আসলাম, নেহা কাক্কার, রাহাত ফাতেহ আলি খানের মতো গায়কদের দিকেও নজর রেখেছে ইডি। আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে একে একে সকলকেই জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY