মেসির ফেরার ম্যাচে মায়ামির প্লে-অফ স্বপ্ন শেষ

ইন্টার মায়ামির সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই ছিলেন না লিওনেল মেসি। যে একটি ম্যাচ খেলেছিলেন, সেটাতে মাঠে ছিলেন মোটে ৩৬ মিনিট। অবশেষে আজ চোট কাটিয়ে স্কোয়াডে ফেরেন আর্জেন্টাইন সুপারস্টার। কিন্তু তার ফেরার ম্যাচে দুঃস্বপ্ন সঙ্গী হয়েছে মায়ামির।

সিনসিনাটির কাছে ১-০ গোলে হেরে মেজর লিগ সকারে (এমএলএস) প্লে-অফ খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে ইন্টার মায়ামির।

চোট থেকে ফেরায় মেসিকে শুরুর একাদশে রাখেননি কোচ জেরার্দো মার্তিনো। ম্যাচের ৫৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামেন মেসি। কিন্তু মাঠের খেলায় তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি।

স্রোতের বিপরীতে গিয়ে ৭৮ মিনিটে গোল করে সিনসিনাটিকে এগিয়ে নেন আলভারো বারেল।

লিওনেল মেসিকে পেয়ে টানা জয়ে উড়ছিল মায়ামি। কিন্তু হঠাৎ চোটে পড়ায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে আর্জেন্টাইন তারকাকে না-পাওয়ার অভাব পুড়িয়েছে মায়ামিকে। ছন্দ হারিয়ে একের পর এক ম্যাচ হেরেছে।

মেসি থাকলে হয়তো প্লে-অফ খেলার স্বপ্ন পূরণ হয়ে যেত!

ইস্টার্ন কনফেরেন্স লিগে ১৫ দলের মধ্যে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে মায়ামি আছে ১৪-তে। এই লিগ থেকে তালিকার প্রথম ৯টি দল খেলবে এমএলএসের প্লে-অফে। পয়েন্ট তালিকায় ৮ ও ৯-এ থাকা মন্ট্রিয়ল ও ডিসি ইউনাইটেডের পয়েন্ট যথাক্রমে ৪১ ও ৪০। মায়ামি তাদের বাকি দুইটি ম্যাচ জিতলেও নবম স্থানে উঠতে পারবে না।

LEAVE A REPLY