টেন্ডুলকার, রিচার্ডসকে ছাড়িয়ে ওয়ার্নার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৬ রানে পৌছেই নতুন রেকর্ড গড়েছেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে দ্রুততম ১০০০ রান পূর্ণ করেছেন তিনি। যে রেকর্ডটা এর আগে ছিল শচীন টেন্ডুলকার ও এ বি ডি ভিলিয়ার্সের দখলে। ২০ ইনিংসে এক হাজার রান করেছিলেন এই দুজন।

২১ ইনিংসে হাজার রান করার এর আগের কীর্তি ছিল ক্যারিবীয় গ্রেট ভিভ রিচার্ডস ও সৌরভ গাঙ্গুলী। ওয়ার্নার ভারতের বিপক্ষে আজ ১৯তম ইনিংসে সেই মাইলফলক ছুঁয়েছেন। 
এদিন টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে ছিলেন ওয়ার্নার ও মিচেল মার্শ।

মার্শকে তৃতীয় ওভারেই তুলেন নেন বুমরাহ। ১৪ বলে ১ উইকেট হারিয়ে তখন স্কোর বোর্ডে কেবল ৫ রান যোগ করতে পেরেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ নেমে সেই চাপ কিছুটা আলগা করার চেষ্টা করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭১ রান তাদের।

ওয়ার্নার ৪০ ও স্মিথ অপরাজিত আছেন ৩১ রান করে। মার্শ রানের খাতা না খুলেই আউট হয়েছেন। বুমরাহ বল ব্যাটের কানায় লেগে স্লিপে গেলে সুযোগ হাতছাড়া করেননি বিরাট কোহলি। ক্রিকইনফো

LEAVE A REPLY