ডাচদের বিপক্ষেও নেই উইলিয়ামসন

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না কেন উইলিয়ামসনের। পুরোপুরি সুস্থ না হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ছিলনে না তিনি। অবস্থার তেমন উন্নতি না হওয়ায় আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষেও মাঠে নামা হচ্ছে না তার। তবে এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন দুই পেস বোলার টিম সাউদি ও লকি ফার্গুসন।

মাঠের লড়াই শুরুর আগে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করেছিলেন উইলিয়ামসন। কিন্তু মূল পর্বে এসে তাকে নিয়ে সতর্ক অবস্থানে কিউই ম্যানেজমেন্ট। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড চোটে পড়া খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে জানিয়েছেন, ‘কেন খুব ভালোভাবে উন্নতি করছে। আমি মনে করি, ফিল্ডিংয়ের জন্য আরেকটু উন্নতির দরকার।

তবে আশাবাদী যে সে তৃতীয় ম্যাচে খেলতে পারবে।’

ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি দুই পেসার সাউদি ও লকি ফার্গুসন। ডাচদের বিপক্ষে ম্যাচের আগে দুজনই ফিট হয়ে উঠেছেন জানালেন স্টিড, ‘অনুশীলনে ফার্গুসন খুব ভালো করছে। আগামীকাল তাকে পাওয়া যাবে।

সাউদিও অনুশীলন করছে। তাকে মাঠে ফিরতে দেখে ভালো লাগছে এবং অনুশীলনে ফিল্ডিংও করেছে। আজ তার একটা এক্স-রে করা হবে। এর পরই তাকে নিয়ে সিদ্ধান্ত নেব আমরা।’

LEAVE A REPLY