আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ‘স্কুপ’

স্কুপ’

বছরের অন্যতম প্রশংসিত সিরিজ ‘স্কুপ’ এবার আন্তর্জাতিক অঙ্গনেও জাদু দেখাল। হানসাল মেহতার ‘স্কুপ’ চলমান বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে সেরা এশিয়ান টিভি সিরিজের পুরস্কার জিতে নিয়েছে। রবিবার (৮ অক্টোবর) স্কুপের সাফল্যের বিষয়টি জানিয়েছেন নির্মাতা হানসাল মেহতা। 

সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) হানসাল লিখেছেন, ‘আমরা জিতেছি! বুসানে সেরা এশিয়ান টিভি সিরিজ হয়েছে স্কুপ।

’ হানসাল এক বিদেশি সাংবাদিকের একটি পোস্ট শেয়ার করেছিলেন, যিনি উৎসবে যোগ দিয়েছিলেন।

1

‘স্কুপ’ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন সিরিজের প্রধান অভিনেত্রী কারিশমা তান্না। তিনি একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, “বুসান ফিল্ম ফেস্টিভালে এই স্বীকৃতি পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। ‘স্কুপ’-এ জাগৃতি পাঠককে জীবন্ত করে তোলার একটি অবিশ্বাস্য যাত্রা ছিল।

এই পুরস্কারটি পুরো দলের, যারা প্রকল্পটিকে বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছে। আমি আমার ভক্তদের সমর্থনের জন্য অশেষ কৃতজ্ঞ এবং আমি আশা করি ভবিষ্যতে শক্তিশালী পারফরম্যান্স দিয়ে যাব।”

এই বছরের শুরুর দিকে নেটফ্লিক্সে প্রিমিয়ার হয় ‘স্কুপ’। জিগনা ভোরার স্মৃতিকথা ‘বিহাইন্ড বারস ইন বাইকুল্লা : মাই ডেজ ইন প্রিজন’ উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত হয় সিরিজটি।

এতে জাগৃতি পাঠকের ভূমিকায় অভিনয় করেছেন কারিশমা তান্না। হানসাল মেহতা নির্মিত সিরিজটিতে আরো অভিনয় করেছেন মহম্মদ জিশান আইয়ুব, প্রসেনজিৎ চ্যাটার্জি, হারমান বাওয়েজা প্রমুখ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY