অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বাটলার

ধর্মশালার উইকেট পেসারদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার ইতিহাস আছে। ভারতের হাতেগোনা যে কয়টি মাঠ পেসারদের কাছে টেনে নেয়, তার মধ্যে ধর্মশালার উইকেট একটি। কিন্তু এই মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে উইকেট তুলনামূলক ধীরগতির আচরণ করেছে।

এর পেছনে টানা বৃষ্টিকে দায়ী করছেন মাঠসংশ্লিষ্টরা। এ ধরনের উইকেট ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটের সঙ্গে কিছুটা বেমানান। যদিও আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আগাম কিছু ভাবছেন না বলে জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার, ‘যেমনই (উইকেট) হোক, আমরা কন্ডিশন ও উইকেট অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে মাঠে নামব।’

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি ইংল্যান্ড।

আগামীকাল বাংলাদেশের বিপক্ষে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবেন বাটলাররা। কাজটা অবশ্য সহজ হওয়ার কথা নয়। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সেই বার্তাই দিয়েছেন সাকিব আল হাসানরা।

নিজেদের শক্তিমত্তার দিকে তাকিয়ে বাটলার তবু বাংলদেশকে হুমকি মনে করছেন না।

এক ম্যাচের ধাক্কা সামলে ওঠার আত্মবিশ্বাস তাঁর দলের আছে বলে সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়ে গেছেন ইংলিশ অধিনায়ক। বাংলাদেশকে হুমকি মনে না করলেও ইংলিশদের দুশ্চিন্তা কমছে না। এই ম্যাচে বেন স্টোকসকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সংবাদ সম্মেলনে বাটলারের কথায় এটা অনেকটা পরিষ্কার, ‘স্টোকস হয়তো খেলবে না। তাকে দলে ফিরতে দেখে ভালো লাগছে।

সে ফিটনেস ফিরে পাচ্ছে। তবে কাল হয়তো খেলা হবে না।’

LEAVE A REPLY