ইংল্যান্ডের চেয়ে যেখানে এগিয়ে বাংলাদেশ

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে মসৃণ সূচনার পর বাংলাদেশ দলে এখন আত্মবিশ্বাসের রংধনু উঠেছে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আরেকটি স্বস্তির খবর দলকে আরও উজ্জীবিত করবে নিশ্চয়ই। বাংলাদেশের বিপক্ষেও খেলবেন না ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকা বেন স্টোকস। প্রকৃতি যেন সব সৌন্দর্য উজাড় করে ঢেলে দিয়েছে ধর্মশালায়। হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেই শহরে বাংলাদেশ এবার ইংল্যান্ড-বধের অপেক্ষায়। আফগানদের হারানোর আনন্দের রেশ থাকতেই আরেকটি জয়ে বিশ্বকাপ-স্বপ্ন আরও বর্ণিল করতে চান সাকিব আল হাসানরা। ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।

আলোচনায় ধর্মশালার উইকেট ও আউটফিল্ড। ২০১৯ এর চ্যাম্পিয়ন এবং এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ধর্মশালার মাঠ নিয়ে মোটেও খুশি নন। বিশ্বকাপের মতো আসরে এমন উইকেট তাদের ভাবনার অতীত। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ও ইংল্যান্ড দুরকম শুরু করেছে। আফগানিস্তানকে উড়িয়ে শুরু হয়েছে বাংলাদেশের। আর ইংল্যান্ড আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮২ রান করেও হেরেছে নয় উইকেটে। প্রথম ম্যাচেই ইংল্যান্ড ধাক্কা খেলেও অধিনায়ক জস বাটলার বাংলাদেশকে হুমকি মনে করছেন না। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘না। আমরা তাদের মোটেই হুমকি মনে করছি না। বাংলাদেশের বিপক্ষে চমৎকার কিছু ম্যাচ খেলেছি আমরা। তারা ভালো দল। আমরা যাদের বিপক্ষে খেলি তাদের সম্মান করি। বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষই আশা করছি।’

বাংলাদেশ দল এখন সতেজ, সপ্রতিভ। দলের প্রত্যেক খেলোয়াড়ের শরীরী ভাষায় ফুটে উঠেছে আত্মবিশ্বাস। সেই ভাষা পুরো বিশ্বকাপে বয়ে বেড়াতে চান সাকিবরা। ম্যাচের পরদিনও রোববার দলের পাঁচ ক্রিকেটার অনুশীলনে যান। সোমবার পুরো দল বিকালে নিজেদের ঝালিয়ে নিয়েছে। আফগানদের বিপক্ষে ম্যাচ যে উইকেটে খেলা হয়েছে, সেটা বাংলাদেশের জন্য আদর্শ বলেছেন অনেকেই। ইংল্যান্ডের বিপক্ষেও এমন উইকেট আশা করছে টাইগাররা। ওই ম্যাচে মুজিব উর রেহমানের বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে ডাইভ দেওয়ার সময় মাটি উঠে আসে। তবে বাংলাদেশ দল মাঠ ও উইকেট নিয়ে অভিযোগ করবে না। খেলোয়াড়দের মিডিয়ার চাপ থেকে দূরে রাখার জন্য দ্বিতীয় ম্যাচের আগেও অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেননি। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘আইসিসি মাঠ নিয়ে অনেক পরিশ্রম করেছে। মানসম্মত অবস্থা দেখেই আইসিসি এই মাঠে খেলার অনুমতি দিয়েছে। আউটফিল্ড নিয়ে তাই আমাদের কোনো অভিযোগ নেই। উইকেট ও মাঠ যেমনই হোক, ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবে।’

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আসতে পারে। একজন বাড়তি স্পিনার নেওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে মেহেদী হাসানের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে চলে যেতে হতে পারে মাহমুদউল্লাহকে।

LEAVE A REPLY