কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়ন ও ১৬ এপিবিএন পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩টি দেশীয় তৈরি অস্ত্র এবং ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এ সময় ৩ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে ১৬ এপিবিএন।
সোমবার সকালে বাহিনী দুইটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, রোববার রাতে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ নদীনিবাস এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে- এমন তথ্যের ভিত্তিতে টহল দল অভিযান পরিচালনা করে। সেখানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।
অপরদিকে ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর গণমাধ্যম পাঠানো এক সংবাদে জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ের ঢালে অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৩ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে তল্লাশি করলে তাদের হেফাজত হতে ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।