‘ভারত ম্যাচেই ফর্মে ফিরবে বাবর’

    দুই ম্যাচের দুইটিতেই দারুণ জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু ব্যাট হাতে বাজে সময় যেন কাটছেই না অধিনায়ক বাবর আজমের। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ফিরেছেন মাত্র ১০ রান করে। বাবর রান না পাওয়ায় শুরুতেই চাপে পড়তে হচ্ছে পাকিস্তানকে।

    এর আগে এশিয়া কাপে নেপাল ম্যাচ ছাড়া বাকিগুলোতে ছন্দে ছিলেন না বাবর।

    তবে ভারত ম্যাচেই তিনি ফর্মে ফিরবেন বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন, ‘দেখুন, সে দারুণ একজন খেলোয়াড়। হ্যাঁ, তাঁর খারাপ সময় যাচ্ছে। সে ভারতের বিপক্ষে খেলতে পুরোপুরি প্রস্তুত।

    এই ম্যাচ দিয়েই ফর্মে ফিরতে পারেন। কখনো কখনো আপনি খুব বেশি ছন্দে থাকবেন না, তাঁর ক্ষেত্রেও সেটাই হচ্ছে।’

    আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দ্বিপক্ষীয় সিরিজে গত এক দশকে দেখা হয়নি এই দুই দলের।

    বৈশ্বিক আসরের মূলত সাক্ষাৎ হয় তাদের। ওয়ানডে বিশ্বকাপে দুই দলের মধ্যে এটি হবে অষ্টম ম্যাচ। ওয়ানডে বিশ্বকাপে কখনো ভারতকে হারানোর গৌরব নেই পাকিস্তানের। সাতবারের দেখায় প্রতিবারই জয়ের হাসি হেসেছে ভারত। এই ম্যাচ ঘিরে অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে।

    মাঠের বাইরে শুরু হয়েছে কথার লড়াই। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল এবার ভারতের বিপক্ষে গেড়ো খুলতে চায়।

    LEAVE A REPLY