৩১ বছরের রেকর্ড ভেঙে চূড়ায় রুট

ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে এখন সবচেয়ে বেশি রানের মালিক জো রুট। বাংলাদেশের বিপক্ষে ৬৮ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলে তিনি ছাড়িয়ে গেছেন গ্রাহাম গুচকে। এত দিন ২১ ম্যাচে ৮৯৭ রান নিয়ে চূড়ায় ছিলেন গুচ। সবশেষ ১৯৯২ বিশ্বকাপে খেলেছিলেন তিনি।

৩১ বছর ধরে বয়ে বেড়ানো গুচের সেই রেকর্ড ভেঙে দিলেন রুট।

গুচের রেকর্ড ভাঙতে রুটের লেগেছে মাত্র ১৯ ম্যাচ। সবমিলিয়ে বিশ্বকাপে রুটের রান এখন ৯১৭। ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপে এর পরের অবস্থানে আছেন যথাক্রমে ইয়ান বেল (৭১৮), অ্যালান লাম্ব (৬৫৬) ও গ্রায়েম হিক (৬৩৫)।

ক্যারিয়ারে তৃতীয় বিশ্বকাপ খেলছেন রুট। বিশ্বকাপে তার নামের পাশে আছে ৩টি সেঞ্চুরি। এবারের বিশ্বকাপেও ছন্দে আছেন রুট। নিউজিল্যান্ডের বিপক্ষেও ৭৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় শচীন টেন্ডুলকার। ৪৪ ইনিংসে তার রান ২২৭৮। দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং। তিনি ৪২ ইনিংসে রান করেছেন ১৭৪৩। এরপর কুমার সাঙ্গাকারা ১৫৩২ এবং ব্রায়ান লারা করেছেন ১২২৫ রান।

LEAVE A REPLY