শুরুর দুই ম্যাচেই খেলা হয়নি কেন উইলিয়ামসনের। শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষেও তাঁর খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। চোট থেকে সেরে উঠলেও এখনো ম্যাচ ফিটনেস ফিরে পাননি কিউই অধিনায়ক। অবশ্য শেষ পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করতে চান নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড, ‘সে খুব খুব ভালোভাবে উন্নতি করছে।
শেষ পাঁচ-ছয়দিন দারুণ অবস্থায় আছে। সত্যি বলতে, তাঁর ফিল্ডিংয়ে বেশি নজর দেওয়া হচ্ছে। এটাই তাঁর জন্য মূল ব্যাপার ছিল। এই মুহুর্তে কেনের ইনজুরি কোনো প্রভাব ফেলছে না, ৫০ ওভারের ম্যাচে মাঠে ফিল্ডিংয়ে বা উইকেটে কেমন দৌড়াতে পারে সেটা ভাবা হচ্ছে।
এখন সে যে অবস্থায় আছে তাতে আমরা খুশি।’
ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ ছন্দে আছে নিউজিল্যান্ড। শুক্রবার চেন্নাইয়ে কিউইদের প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচের আগে আরো দুইটি সেশন পাচ্ছে নিউজিল্যান্ড।
ম্যাচের আগ পর্যন্ত উইলিয়ামসন কতটুকু উন্নতি করতে পারে সেটা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলছেন কিউই কোচ। উইলিয়ামসনের অনুপস্থিতিতে তিনে নেমে দারুণ করেছেন রাচিন রবীন্দ্র। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি এবং নেদারল্যান্ডস ম্যাচে পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। যেকারণে উইলিয়ামসন যদি ফেরেনই তাহলে কাকে বাদ দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে স্টিড বলেছেন,‘যদি কেন ম্যাচের জন্য বিবেচিত হয় তাহলে সে অবশ্যই খেলবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। আমরা আলোচনা করে এটা সিদ্ধান্ত নেব।’
প্রথম দুই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি অভিজ্ঞ পেসার টিম সাউদি। তবে বাংলাদেশ ম্যাচ দিয়েই ফিরছেন তিনি। হাতের আঙুলের চোট থেকে ফিরে ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত জানিয়েছেন স্টিড,‘টিম (সাউদি) বিবেচনায় আছে। গত কয়েকদিন পুরোদমে বোলিং করেছে।’