স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদল দিল্লি পৌঁছেছে

ফাইল ছবি

ভারতের নয়াদিল্লিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নবম ‘জি-২০ পার্লামেন্টারি স্পিকারস সামিট’ শীর্ষক সম্মেলন। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন চলবে। সম্মেলনে যোগদানের জন্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইতিমধ্যে দিল্লিতে পৌঁছেছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ভারতে সম্মেলন শেষে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল আগামী ১৬ থেকে ২০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় ‘দ্য ২০২৩ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। আগামী ২১ অক্টোবর প্রতিনিধি দল দেশে ফিরবেন।

সংসদীয় প্রতিনিধি দলে আছেন, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ ও উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

LEAVE A REPLY