সন্তানদের হেফাজত চুক্তিতে পৌঁছেছেন জো-সোফি

জো জোনাস ও সোফি টার্নার

চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হলিউড তারকা সোফি টার্নার ও মার্কিন গায়ক জো জোনাস। এরপর উভয়ের মধ্যে শুরু হয় সন্তানদের হেফাজত নিয়ে আইনি জটিলতা। একে অন্যকে দোষারোপ ও সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আর্জি জানিয়েছিলেন উভয়েই। দুজনেই লড়াই গড়ায় আদালত পর্যন্ত।

 অবশেষে দীর্ঘদিনের টালবাহানার পরে সন্তানদের নিয়ে অবশেষে মধ্যস্থতায় এসে পৌঁছেছেন প্রাক্তন যুগল দম্পতি।

দুই সন্তানের হেফাজত সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে সোফি ও জোয়ের মধ্যে। বিচারক এই রায়ের মাধ্যমে সন্তান রক্ষনাবেক্ষনের অস্থায়ী হেফাজতের সময় ভাগ করে দেন দুই তারকার মাঝে।

আদালতের রায় অনুসারে, চলতি অক্টোবর মাসে ৯ থেকে ২১ তারিখ পর্যন্ত সোফির জিম্মায় থাকবে তাঁর ও জোয়ের দুই মেয়ে উইলা ও ডেলফিন।

সেই সময় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাতায়াত করতে পারবেন সোফিও। তার পরে নভেম্বর মাস থেকে আগামী বছর ৭ জানুয়ারি পর্যন্ত জোয়ের কাছে থাকবে দুই মেয়ে। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও আগামী বছর আবার নতুন করে তারিখ নির্ধারণ করবে আদালত। উভয়ই ২০২৪ সালের জানুয়ারী পর্যন্ত তাদের সন্তানদের সাময়িক হেফাজতের দায়িত্ব সমানভাবে ভাগ করে নিতে রাজি হয়েছেন।

1

প্রাক্তন এই দম্পতি বলেছেন, ‘অনেক ঝামেলার পরে অবশেষে সফলভাবে মধ্যস্থতা হয়েছে। আমরা একমত হয়েছি যে আমাদের শিশুরা আমেরিকা ও ইংল্যান্ডে তাদের বাড়িতে সমানভাবে সময় কাটাবে। আমরা ভালো অভিভাবক হওয়ার চেষ্টা করব।’

গত মাসে ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের ঘোষণার পর দুই সন্তানকে আমেরিকায় আটকে রাখার অভিযোগে জোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন সোফি। এমনকি, জোয়ের নিজের লেখা চিঠিও আদালতে পেশ করেছেন অভিনেত্রী যা থেকে জানা যায়, এক সময় নাকি ইংল্যান্ডেই সংসার পাততে চেয়েছিলেন পপ তারকা।

অন্যদিকে, সোফি যাতে দুই সন্তানকে ইংল্যান্ডে নিয়ে না যেতে পারেন, তার ব্যবস্থা নিতে মরিয়া হয়ে উঠেছিলেন জো। দুই পক্ষের মধ্যে রাগারাগি চরমে পৌঁছানোর পরে আদালতের নির্দেশনায় রাজি হল সোফি ও জো। 

পিপল ম্যাগাজিনের আদালতের নথি অনুসারে, একটি অন্তর্বর্তী সম্মতি আদেশে ৪ থেকে ৭ অক্টোবরের মধ্যবর্তী সময় সহ পরবর্তী কয়েক সপ্তাহের জন্য সন্তানদের হেফাজত ব্যবস্থার রূপরেখা দেওয়া হয়েছে সোফি ও জোকে। আদেশটি আগামী বছর ৭ জানুয়ারী পর্যন্ত বহাল থাকবে এবং উভয় পক্ষকে তাদের মধ্যস্থতার অগ্রগতি উপস্থাপন করে একটি প্রতিবেদন আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

সূত্র : পিপল ডটকম

LEAVE A REPLY