বিশ্বকাপ বাছাইয়ের দুই লেগের প্লে অফের প্রথমটি হচ্ছে মালদ্বীপে। যেখানে কিনা বাংলাদেশ জাতীয় দল এখনো পর্যন্ত জিততে পারেনি। ক্লাব পর্যায়ে বসুন্ধরা কিংসের মতো দল ভুগেছে। সেখানে প্রথম লেগে আগামীকালের ম্যাচটি যে ভীষণ কঠিন হবে তা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।
মালেতে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে যেমন স্পষ্টই বলেছেন তিনি, ‘এই প্লে অফের জন্য সবভাবেই তৈরি হয়ে এসেছি। বলা যায় আত্মবিশ্বাসের দিক থেকে নিজেদের সেরা জায়গায় আছি আমরা। তবে আবার অধিক আত্মবিশ্বাস আমাদের ডোবাতে পারে। এখানে ভুল করলেই শাস্তি পেতে হবে।
এটা নিয়েও তাই আমরা সতর্ক আছি।’ এদিনও বলেছেন তিনি, মালদ্বীপ থেকে একটা ইতিবাচক ফল নিয়ে ফিরতে চান, যেটি ঢাকায় দ্বিতীয় লেগটা বাংলাদেশের জন্য সহজ হয়ে যায়।
প্লে অফের দুটি লেগই হাড্ডাহাড্ডি হবে―এমনটাই মনে করেন বাংলাদেশ কোচ, ‘আমার মনে হয় না, এই ম্যাচেই এমন কিছু হয়ে যাবে যাতে বলা যায় তারাই প্লে অফ জিতে যাবে। দুটি লেগই একই রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা।
কারণ আমরা একে অন্যকে ভালোভাবে জানি।