বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে আলোচনায় উইকেট। আইপিএলের দল চেন্নাই সুপার কিংয়ের হোম গ্রাউন্ড স্পিনের সহায়ক হিসেবেই বেশি পরিচিত। তবে ম্যাচের আগে বাংলাদেশি স্পিনারদের সঙ্গে পেসারদের নিয়েও বাড়তি সতর্ক কিউরা।
কাল দলীয় অনুশীলন শেষে সংবাদমধ্যকে নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসন বলেছেন, ‘স্পিনারদের পাশাপাশি বাংলাদেশের পেসাররা এখন বোলিং আক্রমণে যেভাবে ভূমিকা রাখছে সেটা দারুণ। গভীরভাবে তাদের শেষ কয়েক বছর নজরে রেখে কথাটা বলছি।’
এবারের বিশ্বকাপে দারুণ শুরু করেছে গতবারের ফাইনালে হারা নিউজিল্যান্ড। ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর জয় পেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে।
বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জয়ে শুরু করলেও নিজেদের শেষ ম্যাচে হেরেছে ইংল্যান্ডের কাছে। তবুও সাবধানী বার্তা জার্গেনসনের কণ্ঠে।
বাংলাদেশের সাবেক এই কোচ বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্টের ম্যাচগুলোতে নিজেদেরকে বেশ ভালোভাবে প্রমাণ করেছে। আমরা দলগতভাবে তাদেরকে বেশ সম্মান করি।
পূর্বে ঘরের মাঠে এবং নিউজিল্যান্ডে তারা আমাদের বিপক্ষে ভালো করেছে।’
বাংদেশের বিপক্ষে ক্যাচটি কঠিন হবে বলেই মনে করেন জার্গেনসন, ‘কোনো সন্দেহ নেই এই ম্যাচটাও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ বৈশ্বিক টুর্নামেন্টে প্রত্যেক খেলোয়াড়ের মনোযোগ এবং ভালো করার তাড়না বেড়ে যায়। এটা বিশ্বকাপের একটি চরিত্র। বলার অপেক্ষা নেই কঠিন ম্যাচ হবে।
’