পাকিস্তান ম্যাচের চেয়েও বুমরাহর কাছে মায়ের গুরুত্ব বেশি

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ। এই শহরেই জন্ম ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর। এখানেই বেড়ে ওঠা তাঁর। নিজ শহরে ফিরে তাই সবার আগে দেখা করবেন মা-এর সঙ্গে।

পাকিস্তান ম্যাচের চেয়েও মায়ের সঙ্গে দেখা করাটা বুমরাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এর কারণও আছে বটে। অনেক দিন ধরেই মায়ের সঙ্গে দেখা নেই বুমরাহর। তাই নিজ শহরে গিয়ে সবার আগে দেখা করবেন গর্ভধারিণী মায়ের সঙ্গে।

গতকাল আফগানিস্তানকে হারানোর ম্যাচে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। নিজ শহরের ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মর্যাদাপূর্ণ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। তবে পাকিস্তান ম্যাচের চেয়েও মায়ের সঙ্গে দেখার বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছেন বুমরাহ,‘অনেকদিন মায়ের থেকে দূরে আছি। বাড়িতে গিয়ে মাকে দেখতে পাব ভেবেই ভালো লাগছে।

আমি যাচ্ছিই মাকে দেখতে এবং এটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়।’

প্রায় ৮ বছর ধরে ভারতীয় দলে নিয়মিত খেলছেন বুমরাহ। কিন্তু আহমেদাবাদে খেলেছেন মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ। সেটাও ওয়ানডে নয়, ২০২১ সালে খেলেছিলেন টেস্ট ম্যাচ। অবশেষে ঘরের মাঠে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ আসায় রোমাঞ্চ কাজ করছে বুমরাহর মধ্যে,‘এখানে আমি টেস্ট খেলেছি কিন্তু ওয়ানডে খেলিনি।

স্টেডিয়ামের পরিবেশ খুব রোমাঞ্চিত হতে যাচ্ছে। আমি নিশ্চিত, অনেক সমর্থক খেলা দেখতে আসবে।’

LEAVE A REPLY