ইন্টার মায়ামির প্লে-অফ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর থেকে আলোচনায় লিওনেল মেসির দল ছাড়ার বিষয়টি। গুঞ্জন ওঠে, মেজর লিগ সকারের মৌসুম শেষের পর মেসিকে ধারে অন্য ক্লাবের দিতে চায় মায়ামি। সেক্ষেত্রে সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনার কথা জানায় একাধিক গণমাধ্যম। তবে এই গুঞ্জন বাস্তবে রূপ নেওয়ার সুযোগ নেই বলছেন স্পেনের ফুটবল বিশ্লেষক গুইলেম বালাগু।
আগামী ২১ অক্টোবর শেষ হবে মেজর লিগ সকারের এবারের মৌসুম। ইন্টার মায়ামির বাকি আছে আরও দুইটি ম্যাচ। গত সেপ্টেম্বরে চোটে পড়ার পর মায়ামির হয়ে মাত্র ৭২ মিনিট মাঠে ছিলেন মেসি। আর ক্লাবটিতে যোগ দিয়ে ১৩ ম্যাচে করেছেন ১১ গোল।
অক্টোবর, নভেম্বরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে এক মাসের ছুটিতে যাচ্ছেন মেসি, এমনটাই জানিয়েছেন বালাগু,‘অন্যান্য ফুটবলারের মতো মেসি এক মাসের ছুটি কাটাতে যাচ্ছেন। তাই সৌদি আরব অথবা অন্য কোথাও যাচ্ছে সেটা ভুলে যান।’ ছুটি কাটিয়ে ২০২৪ এর ফেব্রুয়ারিতে মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা মেসির।
মায়ামির কোচ জেরার্দো মার্তিনোর কাছেও বিষয়টি অবাক লেগেছে,‘এটা অবাক করার মতো ব্যাপার।
এরকম কিছু আমি জানি না। যদি আপনি বলেন, সে বার্সেলোনায় ছুটি কাটাতে যাচ্ছে তাহলে বলব, হ্যাঁ যাচ্ছে। কিন্তু এর বাইরে আমি কিছু জানি না।’ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে লিওনেল মেসি এখন আছেন আর্জেন্টিনায়। বিবিসি