ভারত-পাকিস্তান ম্যাচে হাজির থাকবেন অমিতাভ-রজনীকান্ত

চলছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এবার ক্রিকেটের পরাভূমি ভারতে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। তবে ক্রিকেটপ্রেমীদের দেশে আয়োজিত বিশ্বকাপে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান না হওয়াতে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে বিসিসিআই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ম্যাচের আগে একটি জমকালো সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। জানা গেছে, এই ম্যাচ দেখতে উপস্থিত হবেন বিশ্বকাপের গোল্ডেন টিকিটধারী রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। দুই চলচ্চিত্র তারকার পাশাপাশি আরো উপস্থিত থাকবেন শচীন টেন্ডুলকার। ফলে তারকাখচিত উদ্বোধনী ম্যাচ হতে চলেছে।

২০২৩ সালের বিশ্বকাপে বিসিসিআিইয়ের গোল্ডেন টিকিটধারী তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন প্রথম সারির তারকা। তালিকায় পরবর্তী প্রবেশকারী হলেন রজনীকান্ত।

1

ভারত-পাকিস্তান ম্যাচের সূচি ঘোষণা হওয়ার পর থেকেই সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা বেড়ে যায়। দর্শক অনেক প্রত্যাশা নিয়ে খেলা দেখে।

এ বছরও তার ব্যতিক্রম হবে না। ১৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকের আগ্রহ অনেক।

জিসিএর সেক্রেটারি অনিল প্যাটেল জানিয়েছেন, ‘গোল্ডেন টিকিটধারীরা খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। দুপুর ১২টা ৪০ মিনিটে ম্যাচের শুরুতে হবে সংগীত অনুষ্ঠান এবং চলবে ১টা ১০ মিনিট অবধি। গোল্ডেন টিকিটধারীদের পাশাপাশি, ভারত বনাম পাকিস্তানের খেলা দেখার জন্য অনেক ভিআইপি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

’ প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে পারফরম করবেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং।

অমিতাভকে শিগগিরই প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সাথে ‘কালকি ২৮৯৮এডি’তে দেখা যাবে। এ ছাড়াও সামনে অভিনেতাকে দেখা যাবে টাইগার শ্রফের ‘গণপথ’ এবং ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমিকে।

অন্যদিকে রজনীকান্তর সর্বশেষ চলচ্চিত্র ‘জেলার’ দুর্দান্ত সফল হয়েছে বক্স অফিসে। অভিনেতাকে সামনে দেখা যাবে তার আসন্ন সিনেমা ‘থালাইভার ১৭০’-এ। বড় বাজেটের বাণিজ্যিক এই সিনেমাটি পরিচালনা করবেন ‘জয়ভীম’ খ্যাত পরিচালক টিজে জ্ঞানভেল।

সূত্র : ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY