তিশার যেকোনো কাজের দিকে চোখ হেলানো থাকে ফারুকীর

তিশা ও ফারুকী

আজ মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে চলছে বহুল আলোচিত এই সিনেমাটি। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। 

‘মুজিব’ ছবিতে তিশার অভিনয়ে বেশ উচ্ছ্বসিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফজিলাতুন নেছা চরিত্রে তিশার এক ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “তিশা অভিনীত ছবি ‘মুজিব’ মুক্তি পাচ্ছে আজকে! তিশার যেকোনো কাজের দিকেই আমার একটা চোখ এমনিতেই হেলানো থাকে! এখানেও আছে। এর সাথে যুক্ত হয়েছে আমাদের কাছের অনেক মানুষজন। সবার জন্য শুভ কামনা।

সিনেমাটি মুক্তির আগে গতকাল সকাল ও সন্ধ্যায় এর দুটি বিশেষ প্রদর্শনী হয়, যার একটিতে অংশ নিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যটিতে অংশ নিয়েছিলেন আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিটিতে আরো অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

অন্যদিকে প্রথমবারের মতো ‘অটোবায়োগ্রাফি’ সিনেমায় মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজ তিশাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি তারা একসঙ্গে চিত্রনাট্য লেখার কাজও করছেন। সিনেমাটি বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে  ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সিনেমাটি নিয়ে বুসানে অবস্থান করছেন এই জুটি। উৎসবকে ঘিরে বিভিন্ন মুহূর্ত ফেসবুকের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষী সবার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন তারা।

LEAVE A REPLY