শ্যাম বাহাদুরের টিজারে মুগ্ধ করলেন ভিকি কৌশল

শ্যাম বাহাদুর’-এ ভিকি কৌশল

মুক্তি পেয়েছে ‘শ্যাম বাহাদুর’-এর টিজার। শ্যাম মানেকশ-এর জীবনের উপর ভিত্তি করে মেঘনা গুলজারের চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। আর টিজারেও দুর্দান্ত অভিনয়ের ছাপ দেখা গেল ভিকির। 

সিনেমাটিতে ভিকি কৌশল নিখুঁতভাবে মানেকশের ভূমিকায় অভিনয় করেছেন।

বাস্তবের শ্যাম মানেকশের আচরণ এবং সাহসিকতাকে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন ভিকি। টিজারে দর্শকরা ভিকির অভিনয়ের মাধ্যমে মানেকশের আভাস পেয়েছেন যে তিনি তার সেনা জীবনের সাথে কতটা সংযুক্ত ছিলেন এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য কতটা নিবেদিত ছিলেন। ট্রেলারে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সামনে (ফাতিমা শানা শেখ) শ্যাম মানেকশ অর্থাৎ ভিকিকে বলতে শোনা যায়, ‘আমার রাজনীতি নিয়ে কোনো আগ্রহ নেই। আর্মিই আমার জীবন।

’ এছাড়াও টিজারে নির্ভিক শ্যামের মুখে কোনো এক রাজনীতিবিদকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘এটা যুদ্ধ। আমার আর আমার সৈনিকদের এটারই ট্রেনিং দেওয়া হয়েছে। আপনি রাজনীতি সামলা, যার ট্রেনিং আপনাকে দেওয়া হয়েছে।’

শ্যাম বাহাদুর’-এ ভিকি কৌশল

মুক্তি পেয়েছে ‘শ্যাম বাহাদুর’-এর টিজার। শ্যাম মানেকশ-এর জীবনের উপর ভিত্তি করে মেঘনা গুলজারের চলচ্চিত্রটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। আর টিজারেও দুর্দান্ত অভিনয়ের ছাপ দেখা গেল ভিকির। 

সিনেমাটিতে ভিকি কৌশল নিখুঁতভাবে মানেকশের ভূমিকায় অভিনয় করেছেন।

বাস্তবের শ্যাম মানেকশের আচরণ এবং সাহসিকতাকে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন ভিকি। টিজারে দর্শকরা ভিকির অভিনয়ের মাধ্যমে মানেকশের আভাস পেয়েছেন যে তিনি তার সেনা জীবনের সাথে কতটা সংযুক্ত ছিলেন এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য কতটা নিবেদিত ছিলেন। ট্রেলারে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সামনে (ফাতিমা শানা শেখ) শ্যাম মানেকশ অর্থাৎ ভিকিকে বলতে শোনা যায়, ‘আমার রাজনীতি নিয়ে কোনো আগ্রহ নেই। আর্মিই আমার জীবন।

’ এছাড়াও টিজারে নির্ভিক শ্যামের মুখে কোনো এক রাজনীতিবিদকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘এটা যুদ্ধ। আমার আর আমার সৈনিকদের এটারই ট্রেনিং দেওয়া হয়েছে। আপনি রাজনীতি সামলা, যার ট্রেনিং আপনাকে দেওয়া হয়েছে।’

ফিল্ড মার্শাল ‘শ্যাম বাহাদুর’-এর জীবনী থেকেই নির্মিত হয়েছে সিনেমাটি।

শ্যাম হোরামশিজি প্রেমজি ‘শ্যাম বাহাদুর’ জামসেদজি মানেকশ পারস্য বংশোদ্ভূত একজন ভারতীয় সামরিক কর্মকর্তা। তিনি মূলত শরণার্থী হিসেবে ভারতে এসেছিলেন। প্রায় ৪ দশকের দীর্ঘ সামরিক জীবনে তার অর্জন অনেক। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর প্রধান ছিলেন।

এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। 

শ্যাম মানেকশ ভারতের মাত্র দুইজন সামরিক কর্মকর্তার একজন, যারা সর্বোচ্চ সামরিক পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন। অন্যজন হলেন কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা। প্রায় ৪ দশক সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। এর মধ্যে মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছেন যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধও অন্তর্ভুক্ত ছিল।

মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সানায়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখ। দঙ্গলের পর প্রথমবার একসঙ্গে দেখা গেল দুই অভিনেত্রীকে। ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র : ইন্ডিয়া টুডে

ফিল্ড মার্শাল ‘শ্যাম বাহাদুর’-এর জীবনী থেকেই নির্মিত হয়েছে সিনেমাটি।

শ্যাম হোরামশিজি প্রেমজি ‘শ্যাম বাহাদুর’ জামসেদজি মানেকশ পারস্য বংশোদ্ভূত একজন ভারতীয় সামরিক কর্মকর্তা। তিনি মূলত শরণার্থী হিসেবে ভারতে এসেছিলেন। প্রায় ৪ দশকের দীর্ঘ সামরিক জীবনে তার অর্জন অনেক। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর প্রধান ছিলেন।

এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। 

শ্যাম মানেকশ ভারতের মাত্র দুইজন সামরিক কর্মকর্তার একজন, যারা সর্বোচ্চ সামরিক পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন। অন্যজন হলেন কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা। প্রায় ৪ দশক সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। এর মধ্যে মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছেন যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধও অন্তর্ভুক্ত ছিল।

মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সানায়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখ। দঙ্গলের পর প্রথমবার একসঙ্গে দেখা গেল দুই অভিনেত্রীকে। ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র : ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY