মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে আসায় কয়েক দিন ধরে বৃষ্টিপাত অনেকাংশে কমে গেছে। ফলে আজ শুক্রবার সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গতকাল বলেন, ‘সারা দেশেই বৃষ্টি কমে আসছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা কমে আসতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।’
আগামী দুই দিনে (শনি ও রবিবার) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।