ভালুকায় আলোচিত স্কুলছাত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় স্কুলছাত্রী রাকিয়া সুলতানা রিয়া হত্যা ঘটনার মূল আসামি রিপন মিয়াকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

রিপন মিয়া টাঙ্গাইলের সখীপুর উপজেলার মাওশা গ্রামের সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে এবং নিহত রিয়ার স্বামী। তার দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার মাওশা গ্রামের সৌদিপ্রবাসী রিপন মিয়ার সঙ্গে এক বছর আগে রিয়ার বিয়ে হয়। প্রায় ছয় মাস আগে রিয়া তার বাবার বাড়ি চলে আসে। গত সোমবার দুপুরে স্কুলে যাওয়ার পথে মুখোশধারী এক ব্যক্তি রিয়াকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা উপজেলা বাটাজোর দক্ষিণ পাড়ার কৃষক আব্দুর রশিদ বাদী হয়ে গত সোমবার রাতে ভালুকা মডেল থানায় মামলা করেন।

গ্রেফতার রিপনের সূত্রে পুলিশ জানায়, এক বছর আগে বিয়ে করে ঘাতক রিপন বিদেশ চলে যাওয়ার পর স্ত্রী রিয়া তার বাবার বাড়ি চলে আসেন। অনেক চেষ্টা করেও তাকে বাবার বাড়ি থেকে আনতে পারেননি তিনি। একপর্যায়ে তার স্ত্রী ফোনে জানান, তিনি আর তার বাড়িতে যাবেন না। 

দেনমহরের টাকাও দিয়ে দেয়ার জন্য বলেন। এক সময় স্ত্রী তার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেন। পরে তিনি দেশে এসে প্রথমে সখীপুরে বাসা ভাড়া নেন এবং তার স্কুলের খোঁজ নেন। কিন্তু কোনো উপায় না দেখে তিনি স্ত্রীকে খুন করার পরিকল্পানা করেন। খুনের আগের দিন তিনি একটি দা কেনেন। গত সোমবার (৯ অক্টোবর) সকাল থেকে স্ত্রীর বাড়ির পাশে তিনি দাঁড়িয়ে থাকেন। 

বেলা ১২টার সময় স্কুলে যাওয়ার উদ্দেশে রিয়া যখন বাড়ি থেকে বের হন, তখন তিনি তার সামনে গিয়ে দাঁড়ান। এ সময় তাদের দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী রিয়া তাকে ধাক্কা দিয়ে পাশের বোরো ক্ষেতে ফেলে দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে খুন করেন।

এ ঘটনায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। 

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই পুলিশে তাকে গ্রেফতারের চেষ্টা করছিল। গ্রেফতারকৃত রিপন প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন তিনি রিয়াকে খুন করেছেন। খুন করার কারণ তার স্ত্রীর পরকীয়া করার কারণে রিয়া তার সংসার করতে অস্বীকৃতি জানায়। সে কারণেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 
ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় হজরত শাহজালাল বিমান বন্দর দিয়ে গত ৩অক্টোরব রিপন দেশে আসার বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। 

LEAVE A REPLY