সালমান খানের প্রিয় ক্রিকেটার কে?

প্রিয় ক্রিকেটারের নাম বললেন সালমান খান

বিশ্বকাপের হাইভোল্টেজ খেলায় মুখোমুখি লড়ছে ভারত পাকিস্তান। আর এ খেলা শুরু হওয়ার আগে মাঠে উপস্থিত মেগাস্টার সালমান খান। জানা গেছে, খেলা শুরুর আগে সালমান খান তার নতুন সিনেমা ‘টাইগার-৩’ প্রচারের জন্য স্টার স্পোর্টসের স্টুডিওতে আড্ডায় বসেন। তার সঙ্গে যোগ দিয়েছেন সাবেক দুই ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এবং মোহাম্মদ কাইফ।

তাদের সাথে আলাপকালে সুপারস্টার জানান তার আসন্ন চলচ্চিত্র ‘ টাইগার-৩’-এর সিনেমার ট্রেলারটি ১৬ অক্টোবর মুক্তি পাবে। সেই সঙ্গে নিজের প্রিয় ক্রিকেটারের নামও জানান অভিনেতা।

স্টুডিওকে ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গে কথোকথনে অভিনেতা জানান, কেএল রাহুল তার প্রিয় খেলোয়াড়। রাহুলের প্রশংসা করে সালমান জানান, “কঠিন পরিস্থিতিতে, রাহুল খুব ভাল চাপ মোকাবেলা করেন।

কেএল রাহুল বিয়ে করেছেন অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠিকে। সেই হিসেবে বলিউডের সঙ্গে তার যোগসূত্রটা বেশ শক্ত। অনেক বলিউড তারকার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও ভালো।

আলোচনার একপর্যায়ে, সালমানকে জিজ্ঞেস করা হয়েছে যে তিনি তার সিনেমার কোন চরিত্রটি টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের উৎসর্গ করত চান।

জবাবে অভিনেতা জানান, বিরাট কোহলির জন্য দাবাং-এর চুলবুল পান্ডে আদর্শিক চরিত্র এবং উপযুক্ত হবে। রোহিত শর্মার জন্য সালমান মনে করেন বাজরঙ্গি ভাইজানের পবন চতুর্বেদীর চরিত্রটি সেরা হবে।

এই মুহূর্তে সবার দৃষ্টি ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। রোহিত শর্মার নেতৃত্বে ভারত টস জিতেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের আগে মাঠে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় সংগীতশিল্পীদের সংগীতায়োজন।

গান গেয়ে দর্শক মাতিয়েছেন অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শংকর মহাদেবান, সুখবিন্দর সিংয়ের মতো গায়ক। স্টুডিওতে সালমান খানের সঙ্গে হাজির ছিলেন কমল হাসান, শিবা রাজকুমারের মতো তারকা। শিবা রাজকুমার তার আসন্ন চলচ্চিত্র ‘ঘোষ্ট’-এর প্রচারে এসেছেন। সালমান হাজির ছিলেন নিজের ‘টাইগার ৩’-এর প্রচারে।

মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় পুনরায় অভিনয় করেছেন সালমান। এতে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনরায় মিলিত হবেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির সব সিনেমাতেই অভিনয় করেছেন ক্যাটরিনা। তৃতীয় সিনেমাটির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিতে অভিষেক হচ্ছে ইমরান হাশমির। এ ছাড়া বলিউড ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে।

এই ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্রটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। কবির খান পরিচালিত ‘এক থা টাইগার’-এ অভিনয় করেছিলেন ক্যাটরিনা এবং সালমান খান। সেই বছরের শীর্ষ আয়কারী চলচ্চিত্রগুলোর মধ্যে একটি ছিল ‘এক থা টাইগার’। এরপর আলি আব্বাস জাফর পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায় ২০১৭ সালে।

সিনেমাটি বক্স অফিসে অনেক রেকর্ড ভেঙে দিয়ে ব্লকবাস্টার হয়। এবার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে চলেছে, যার নাম ‘টাইগার ৩’। ঘনিষ্ঠ সূত্র মতে, এটিই এই ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে যাচ্ছে। যদিও নির্মাতারা এই বিষয়ে কোনো বক্তব্য দেননি।

সূত্র : পিঙ্কভিলা

LEAVE A REPLY