‘বর্ডার ২’ আনছেন সানি, পারিশ্রমিক ৫০ কোটি

সানি দেওল

বহু বছর পর প্রত্যাবর্তন করেই ফের বক্স অফিসে সুনামি তুললেন সানি দেওল। সম্প্রতি সানি দেওলের মুক্তিপ্রাপ্ত  ‘গাদার ২’ ভারতীয় বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে। বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকাতেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিনেমাটি। ভারতে ৫০০ কোটির উপরে আয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সানি দেওল।

এবার সানি ভক্তদের জন্য নতুন আরেকটি সুসংবাদ! ভারতের অন্যতম ব্যবসাসফল ও আইকনিক চলচ্চিত্র ‘বর্ডার ২’-এর সিক্যুয়েল করতে যাচ্ছেন সানি! এমনটাই জানা যাচ্ছে। 

ভারতের অন্যতম বিনোদন পোর্টাল বলিউড হাঙ্গামার সর্বশেষ প্রতিবেদন অনুসারে, সানি দেওল ‘বর্ডার ২’-এর জন্য একটি মেগা চুক্তি করেছেন। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রের মতে, সানি দেওল এই সিনেমার জন্য ৫০ কোটি রুপি নিচ্ছেন যা হতে যাচ্ছে অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। ৫০ কোটি রুপির পারিশ্রমিক বাদে, সানি একটি ব্যাক-এন্ড চুক্তিও করেছেন যেখানে তিনি প্রযোজকদের সাথে সিনেমাটির অর্জিত মুনাফা থেকে কিছু লভ্যাংশ পাবেন।

সেই সূত্রটি জানিয়েছে, ‘সানি এই চুক্তির যোগ্য কারণ তার উপস্থিতি বর্ডারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং প্রযোজকরা সানির সাথে এই চুক্তি করতে পেরে খুশি।’

1
‘বর্ডার’-এ সানি দেওল

জানা গেছে, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ‘বর্ডার ২’-এর শুটিং শুরু করবেন সানি দেওল। ফিল্মটির স্টুডিওর পক্ষ থেকে সানি দেওলকে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় যুদ্ধের চলচ্চিত্রের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অভিনেতাকে ফিল্মটিতে কাজ শুরু করার জন্য অনুরোধ করেছে। সিনেমাটিতে সানির সঙ্গে থাকবেন আয়ুষ্মান খুরানা, অ্যামি ভির্ক এবং আহান শেঠির মতো তারকারা।

তবে ‘বর্ডার ২’-এর পরিচালকের নাম আপাতত গোপন রাখা হয়েছে।

১৯৯৭ সালে মুক্তি পায় বলিউডের অন্যতম আইকনিক চলচ্চিত্র ‘বর্ডার’। জে. পি. দত্ত পরিচালিত সিনেমাটি ভারত-পাকিস্তান যুদ্ধের গল্পে নির্মিত। ১৯৭১ সালে লঙ্গেওয়ালার লড়াইয়ের সময় ঘটে যাওয়া বাস্তব জীবনের ঘটনাগুলোর অবলম্বনে তৈরি এই সিনেমা। এতে সানি দেওলের সঙ্গে আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, অক্ষয় খান্না, সুদেশ বেরি, পুনীত ইসার এবং কুলভূষণ খারবান্দা, তাবু, রাখী, পূজা ভাট এবং শর্বাণী মুখোপাধ্যায় সহ একঝাঁক তারকা।

সিনেমাটি বক্স অফিসেও দুর্দান্ত সফল ছিল।

সূত্র : বলিউড হাঙ্গামা

LEAVE A REPLY