বিটিএস তারকা জাংকুক
কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’-এর সর্বকনিষ্ঠ সদস্য জাংকুকের প্রথম একক ‘সেভেন’ ইতিহাস তৈরি করেছে। মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ে গানটি দ্রুততম গান হিসেবে ৯০০ মিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে। গত জুলাই মাসে গানটির মাধ্যমে একক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার কণ্ঠে ‘সেভেন’ গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
বিলবোর্ড থেকে স্পটিফাই, সবখানেই রেকর্ড গড়েছে গানটি।
ল্যাটোর সঙ্গে যৌথ সহযোগিতায় গাওয়া গানটি দ্রুততম সময়ে স্পটিফাইতে ৯০০ মিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে। মাত্র ৯২ দিনে ৯০০ মিলিয়ন ছাড়িয়েছে এটি। পূর্বের মাইলি সাইরাসের ‘ফ্লাওয়ারস’ গানের স্ট্রিম রেকর্ড (৯৩ দিন) ভেঙেছে জাংকুকের ‘সেভেন’ গানটি।
গানটি জাংকুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’-এর অংশ যা ৩ নভেম্বর মুক্তি পাবে। গত জুলাই মাসে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘সেভেন’-এর অফিসিয়াল মিউজিক ভিডিও।
‘সেভেন’ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিলবোর্ডের ‘হট-১০০’ চার্টের শীর্ষস্থান ও ‘গ্লোবাল- ২০০’-এর শীর্ষস্থান দখল করেছে। এদিকে জ্যাক হ্যারলের সঙ্গে গাওয়া তার নতুন একক ‘থ্রিডি’ একই দিনে স্পটিফাইয়ে ১০০ মিলিয়ন স্ট্রিমে পৌঁছেছে।
তাছাড়াও ‘সেভেন’ গানটি যুক্তরাজ্যের অফিসিয়াল চার্টে একক গান হিসেবে তৃতীয় স্থান দখল করেছে যা কোরিয়ান একক গানের ইতিহাসে আত্মপ্রকাশকারী কোনো একক গানের রেকর্ড।

পপ তারকার প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’ মুক্তি পাবে ৩ নভেম্বর। অ্যালবামটি ঘিরে কে-পপ অনুরাগীদের উন্মাদনা বাড়ছে কারণ ‘গোল্ডেন’ মুক্তির আগেই ১ বিলিয়ন স্ট্রিম অতিক্রম করে ফেলেছে। সামাজিক মাধ্যমে জাংকুকের ভক্ত-অনুরাগীরা গায়ককে তার সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। শোনা যাচ্ছে, জাংকুক ইউরোপে বড় কিছু করার পরিকল্পনা করছেন।
এর আগে, ৩ অক্টোবর মিউজিক কোম্পানি ‘বিগ হিট মিউজিক’ জাংকুকের একক গান ‘সেভেন’ ও ‘থ্রিডি’ সহ ১১টি গান আসার ঘোষণা দেয়। তবে গানের পূর্ণ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। ‘গোল্ডেন’ একক অ্যালবামটি গায়কের একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে তার স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরেছে বলে জানা গেছে।
২০১০ সালে গঠিত হয়েছে কে-পপ ব্যান্ড ‘বিটিএস’। ২০১৩ সালে তারা প্রথম অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করে। গত জুনে ব্যান্ডটির এক দশক পূর্ণ হয়েছে। তবে বর্তমানে দলীয় কাজ থেকে সাময়িক বিরতিতে রয়েছেন ‘বিটিএস’সদস্যরা। দেশিটির বাধ্যতামুলক সামরিক পরিষেবায় রয়েছেন অনেকেই। ২০২৫ সালে সব বিটিএস সদস্য আবারও ব্যান্ডে একত্রিত হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া