নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলেন ইরানি নির্মাতা

ইরানি পরিচালক দারিউশ মেহেরজুই

প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক দারিউশ মেহেরজুই এবং তার স্ত্রী নিজ বাড়িতে এক অজ্ঞাতপরিচয় আততায়ীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খুনের সংবাদটি জানিয়েছে।

বিচার বিভাগের একজন কর্মকর্তা হোসেন ফাজেলিকে উদ্ধৃত করে ইরনা বার্তা সংস্থা বলেছে যে মেহরঝি এবং তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের ঘাড়ে ছুরির আঘাত ছিল।

ফাজেলি বলেন, পরিচালকের মেয়ে মোনা মেহেরজুই শনিবার রাতে রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) উপকণ্ঠে তাদের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে গেলে সেখানে তাদের মৃতদেহ দেখতে পান।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসন তদন্ত করছে এবং খুনের উদ্দেশ্য নিয়ে এখনো কোনো অনুমান করা যায়নি। যদিও পরিচালকের স্ত্রী সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছুরির হুমকির বিষয়ে অভিযোগ করেছিলেন। সেদিকে দৃষ্টি রেখেই তদন্ত চলছে বলে জানা গেছে।

1
স্ত্রী ও কন্যার সঙ্গে ইরানি পরিচালক মেহেরজুই

ইরানের সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পরিচালকের পরিবার এবং দেশের শিল্প ও সিনেমা সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছেন।

৮৩ বছর বয়সী পরিচালক মেহেরজুই সত্তরের দশকের গোড়ার দিকে ইরানের চলচ্চিত্রে নতুন জাগরণ তৈরিতে বিরাট ভূমিকা পালন করেন। ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তার নির্মিত সিনেমাগুলোর বেশির ভাগেই মূলত বাস্তববাদের ওপর দৃষ্টি রেখে নির্মিত। তিনি ১৯৯৮ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে একটি সিলভার হুগো এবং ১৯৯৩ সালের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি গোল্ডেন সিশেল, আজীবন সম্মাননাসহ অসংখ্য পুরস্কার জিতেছেন।

সূত্র : এপি নিউজ

LEAVE A REPLY