আইসিসির ইভেন্ট নয়, মনে হয়েছে দ্বিপক্ষীয় সিরিজ : ক্ষুব্ধ আর্থার

বিশ্বকাপে কাল ভারত-পাকিস্তান ম্যাচের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। তার কাছে মনে হয়েছে, এটি কোনো বিশ্বকাপ নয়, শুধু দ্বিপক্ষীয় একটি সিরিজ চলছে।

এবারের বিশ্বকাপ নিয়ে নেতিবাচক আলোচনা শুরু থেকেই। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়া, গ্যালারিতে দর্শক না থাকা।

একেক ম্যাচে একেক রকম উইকেট, সহজে ভিসা মিলছে না বিদেশি সমর্থকদের। তবে কাল ঠিকই পূর্ণ হয়ে যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সোয়াে এক লাখের গ্যালারি। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের জন্য হয় সংগীত পরিবেশনা।

এসব একেবারে পছন্দ হয়নি আর্থারের।

কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সত্যি বলতে এটি দেখে ঠিক আইসিসি ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে কোনো দ্বিপক্ষীয় সিরিজ, যেন এটি বিসিসিআইয়ের ইভেন্ট। ম্যাচ চলাকালীন স্পিকারে ‘দিল দিল পাকিস্তান’ খুব একটা কানে আসেনি।’

খানিক পরেই অবশ্য নিজেকে সংযত করেছেন আর্থার।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দিকে আঙুল তুললে যে রোষানলে পড়তে হতে পারে, সেটা তো অজানা নয় তার।

আর্থার বলেন, ‘হ্যাঁ, (ম্যাচে) এটির ভূমিকা ছিল, তবে একে অজুহাত হিসেবে দেখাতে চাই না। কারণ, সবাইকে ওই নির্দিষ্ট মুহূর্তে বাঁচতে হয়, পরবর্তী বলে কী হচ্ছে, কিভাবে ভারতীয়দের বিপক্ষে, ভারতের খেলোয়াড়দের বিপক্ষে লড়াই করব, সেটিই বড় ব্যাপার ছিল। এ (পুরো পরিবেশ) ব্যাপারে মন্তব্য করতে পারব বলে মনে হয় না। আমি জরিমানা দিতে চাই না।


LEAVE A REPLY