আবীর চট্টোপাধ্যায়
টলিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। যেকোনো চরিত্রে মানানসই, দর্শকদের পছন্দের একজন তিনি। গ্ল্যামার জগতের ভেতরে ও বাইরে তাঁকে নিয়ে বিতর্ক নেই বললেই চলে। কখনো ব্যোমকেশ, কখনো সোনাদা, কখনো আবার অন্য কোনো চরিত্রে পর্দায় মুগ্ধতা ছড়িয়ে দেন একরাশ।
তবে এমন একজন অভিনেতাকেও খেতে হয় পাবলিকের গালাগাল!
হ্যাঁ, এমনটাই হয়েছে। অনুরাগীরা মানতে না চাইলেও আবীর মনে করেন, তাঁকে পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা কম নয়। নিউজ ১৮-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন আবীর। অভিনেতা বলেন, ‘আমিও আগে ভাবতাম যে আমাকে অপছন্দ করে, এমন মানুষ বোধ হয় নেই।
কিন্তু এখন মনে হয়, তখন খুব বোকা ছিলাম বলেই এ রকম ভাবতাম।’

সময় এবং তাঁর অভিজ্ঞতা যত বেড়েছে, ততই সেই অপ্রিয় সত্যি উপলব্ধি করেছেন অভিনেতা। তিনি বলেন, ‘প্রচুর লোক আমায় গালাগাল করে। কিন্তু সেটা ভেবে কী করব! আমাকে আমার কাজটা করে যেতে হবে।
এত মানুষ যে আমাকে ভালোবাসে, সেই দিকটাও তো দেখতে হবে।’
তবে আবীর জানান, যুক্তিযুক্ত সমালোচনায় আপত্তি নেই তাঁর। কিন্তু অহেতুক নেতিবাচকতা এড়িয়ে চলতে চান অভিনেতা। কাজ করে যেতে চান মন দিয়ে। আর চান নতুন নতুন চরিত্রে অভিনয় করে তাক লাগাতে।
এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে আবীরের ‘রক্তবীজ’। ১৯ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। এতে আরো অভিনয় করেছেন মিমি চক্রবর্তী ও ভিক্টর ব্যানার্জী। ইতিমধ্যে সিনেমাটির ট্রেলার বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। আপাতত নিজের ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন আবীর।