‘মানুষ’-এর এক ঝলকের পরই, জিতের আরেক সুখবর

কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের অভিনেতা জিৎ অভিনীত নতুন সিনেমা ‘মানুষ’-এর এক ঝলক প্রকাশ পেয়েছে। জানানো হয়েছে, আসছে ২৪ নভেম্বরে মুক্তি পাবে বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমাটি। ‘মানুষ’-এর এক টিজারে দেখা গেছে অন্যর কম এক জিৎকে। পাওয়া গেছে গল্পের আভাসও।

টিজারের রেশ কাটতে না কাটতেই ব্যক্তিগত জীবনে জিৎ পেলেন আরেক সুখবর। সিনেমার মুক্তি এমনকি পূজার আগেই যেন পূজার উপহার পেয়ে গেলেন এই অভিনেতা। পরিবারে এলো নতুন অতিথি। যদিও কয়েক দিন আগে গর্ভবতী স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে জানান দিয়েছিলেন নতুন অতিথির আগমনের খবর।

সেটা এলো আজ ১৬ অক্টোবর সোমবার সকালে। পুত্রসন্তানের বাবা হলেন জিৎ। মেয়ে নভন্যা হওয়ার ১১ বছর পর তাদের পরিবারে এলো নতুন অতিথি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবর শেয়ার করে জিৎ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্রসন্তানেক স্বাগত জানালাম আমাদের এই সুন্দর পৃথিবীতে।

আমাদের জন্য প্রার্থনা করবেন।’ এমন সুখবরের পরপরই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় থাকা ‘মানুষ’ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আরো আছেন জিতু কমলসহ অনেকেই।

LEAVE A REPLY