ফিলিস্তিনিদের প্রতি সমর্থন, জিজি হাদিদকে সপরিবারে হত্যার হুমকি

জিজি হাদিদ ও তাঁর পরিবার

ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সমর্থন প্রকাশ করায় আমেরিকান ও অর্ধ-ফিলিস্তিনি সুপার মডেল জিজি হাদিদ এবং তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৮ বছর বয়সী মডেল, যিনি অর্ধ-ফিলিস্তিনি, সম্প্রতি চলমান ইসরায়েল-ফিলিস্তিনি সংকটের মধ্যে সামাজিক মাধ্যমে ফিলিস্তিনি জাতির প্রতি নিজের সমর্থন দেখিয়েছেন। এর পরই হুমকি আসতে শুরু করে তাঁর কাছে।

রিপোর্ট অনুসারে, জিজি ফিলিস্তিনিদের পক্ষে তাঁর সোশ্যাল মিডিয়া বিবৃতির জন্য ইসরায়েলি সরকার কর্তৃক সমালোচিতও হয়েছেন।

জিজির বাবা মোহাম্মদ হাদিদ একজন জন্মগত ফিলিস্তিনি এবং একজন রিয়েল এস্টেট উদ্যোক্তা। 

জানা গেছে, জিজি ও তাঁর পরিবারকে হুমকির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে হাদিদ পরিবার। টিএমজেডের রিপোর্ট অনুসারে, জিজি ও তাঁর পরিবারের সকলকে হুমকি দেওয়া হচ্ছে। জিজির বোন বেলা হাদিদ, ভাই আনোয়ার, মা ইয়োলান্ডা এবং তাঁর বাবা মোহাম্মদ হাদিদ হুমকির কারণে তাঁদের ফোন নম্বর পরিবর্তন করেছেন।

তাঁদের ফোন নম্বর অনলাইনে ফাঁস হওয়ার পর পরিবারটি ই-মেইল, সোশ্যাল মিডিয়া এবং ফোনের মাধ্যমে ভয়ংকর হুমকি পেয়েছেন।

1
জিজি হাদিদ ও তাঁর পরিবার

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জিজির বাবা মোহাম্মদ হাদিদ সাম্প্রতিক হুমকির কারণে এফবিআইয়ের সাথে যোগাযোগ করার কথা ভাবছেন।

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) হাদিদ নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছেন। গাজায় সহিংসতার শিকার হওয়া সকলের জন্য দুঃখ এবং সহানুভূতি প্রকাশ করে জিজি তাঁর বিবৃতিতে লিখেছেন, ‘ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারির অধীনে জীবনযাপনের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে।

এটি একটি দায়িত্বের মতো, যা আমি প্রতিদিন পালন করি। এই অযৌক্তিক ট্র্যাজেডির ফলে প্রভাবিত সকলের প্রতি এবং প্রতিদিন যে নির্দোষ মানুষেরা এই সংঘাতে প্রাণ হারাচ্ছে, যাদের মধ্যে বেশির ভাগই শিশু, তাদের প্রতি আমি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’

এর পরই বিভিন্নভাবে হত্যার হুমকি আসতে শুরু করে জিজি ও তাঁর পরিবারের কাছে।

সূত্র : টিএমজেড

LEAVE A REPLY